আসসালামুআলাইকুম সবাইকে ! কেমন আছেন সকলে? আশা রাখছি সবাই অনেক ভালোই থাকবেন। আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা / সময় ব্যয় করে তাদের জন্য কিছু মোটিভেশনাল কথা – আমরা সাধারণত একেক জন মানুষ একেক রকম স্বভাবের হয়ে থাকি। আমাদের মধ্যে কেউ এটা নিয়ে ব্যস্ত থাকে তো আবার কেউ ওটা। অর্থাৎ আমরা একেক জন মানুষ একেকটি বিষয় নিয়ে চিন্তা করি, ব্যস্ত থাকি।
আর আমাদের মধ্যে এমন কয়েকটি মানুষ আছে যারা শুধু নিজেদের নিয়ে চিন্তা করে, তারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। নিজের ভালো লাগা খারাপ লাগা সময়গুলোকে নিয়ে ভাবে। এখন হয়তো আপনি বলতে পারে আমরা সবাই তো কম বেশি নিজের ব্যাপারে ভাবি। নিজের ব্যাপারে ভেবে না এমন মানুষ আবার খুঁজে পাওয়া যাবে নাকি সহজে। তবে এমন মানুষ নিজের আনন্দের জন্য অকাজে বেশি সময় ব্যয় করে থাকে। তারা ভবিষ্যৎ বা কর্মফল সম্পর্কে জানতে বা শুনতে আগ্রহী হয়না।
এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে আর্টিকেলটার মূল উদ্দেশ্য কি? মূল বক্তব্য কি?আর্টিকেলটার মূল বক্তব্য হচ্ছে আপনারা যারা নিজের নিয়ে ভেবে ভেবে সারাটা সময় করিয়ে দিচ্ছেন তাদের সঠিক ভাবনা চিন্তায় নিয়ে আসার বিষয়ে।
নিজেকে নিয়ে কতটুকু সময় নষ্ট করা উচিত?
আমরা অবশ্যই আমাদের নিয়ে ভাববো। কিন্তু সময়ের পর সময় আমাদের ব্যয় করলে চলবে না। এখন ধরুন আপনি ফেসবুক ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আপনি সবসময় নিজেকে নিয়ে এটা ভাবেন যে আপনি কখন ভিডিও দেখবেন। অর্থাৎ আপনি এই বিষয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন আপনি বলুন, এই বিষয়ে ভেবে আর সারাদিন ভিডিও দেখে নিজের কথা চিন্তা করলেই কো সবকিছুর সমাধান হয়?
এটা কেবল একটা উদাহরণ দিয়ে বলা হলো। বাবা মা আমাদের লালন পালন করে তাদের সুখের কথা চিন্তা করে নয়। বরং তারা আমাদের সুখের বিষয়টি বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা কিসে খুশি হবো, আমরা কি করলে ভালো থাকবো এই বিষয়গুলো নিয়ে সর্বদা তারা চিন্তায় থাকে।
তাই সন্তান হিসেবে আমাদের নিজস্ব একটি দায়িত্ব রয়েছে। আমাদের ক্যারিয়ার উজ্জ্বল হলেই তাদের শান্তি। সাথে শান্তি পাবেন আপনিও। তাই মূল্যবান সময়গুলো কিছু সাময়িক আনন্দের কাজে ব্যবহার না করে সেগুলোকে ভালো কোনো কাজে খাটান। এতে একসময় এমন সুখ আসলে যেটা ঐ সাময়িক আনন্দের চাইতেও বেশি।
অলস জীবন অর্থাৎ সময় ব্যয় করে আপনি একসময় পস্তাবেন। আমরা সবাই এটা বুঝতে পারিনা, একসময় যদিও বুঝতে পারি কিন্তু সে সময় অনেক দেরি হয়ে যায়।
তাই আমাদের সবার উচিত নিজেকে নিয়ে আজেবাজে কোনো কিছু ভেবে সময় ব্যয় নষ্ট না করা। সময় ব্যয় করলে একসময় পস্তাতে হবে।
আর্টিকেলের মূল ভাবার্থ ছিল এটা, যেটা আপনাদের মেসেজ স্বরূপ দিতে চেয়েছিলাম। আপনার বক্তব্য মন্তব্য করুন, আল্লাহ হাফেজ।