সুপ্রিয় পাঠকবৃন্দ। আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহ্ রহমতে ভালো আছেন। আজকে আমি এই পোস্টটিতে নবম-দশম শ্রেণির রসায়ন তৃতীয় আধ্যায় পদার্থের গঠন এর জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব।
প্রশ্ন-১• পরমানু কাকে বলে?
উত্তর :- পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
প্রশ্ন -২• অনু কাকে বলে?
উত্তর :- দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে।
প্রশ্ন -৩• প্রতীক কাকে বলে?
উত্তর :- কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।
প্রশ্ন -৪• পারমাণবিক সংখ্যা কী?
উত্তর :- কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়।
প্রশ্ন -৫• ভরসংখ্যা কাকে বলে?
উত্তর :- কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে।
প্রশ্ন -৬• বর্ণালী কী?
উত্তর :- ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। প্রশ্ন -৭• আইসোটোপ কাকে বলে?
উত্তর :-যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে।
প্রশ্ন -৮•তেজস্ক্রিয় আইসোটোপ কী?
উত্তর :- কিছু কিছু আইসোটোপ হয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
প্রশ্ন -৯• বোর পরমাণু মডেলের ভিত্তি কী?
উত্তর :- ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত।
প্রশ্ন -১০• কত সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে মডেল প্রদান করেন।
উত্তর :- ১৯১১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন -১১• কত সালে বিজ্ঞানী নীলস বোর পরমাণুর মডেল প্রদান করেন?
উত্তর :- ১৯১৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন -১২• এ পর্যন্ত কতটি মৌল আবিষ্কৃত হয়েছে?
উত্তর :- ১১৮টি
প্রশ্ন -১৩• প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায়? উত্তর :-৯৮ টি
প্রশ্ন -১৪• শরীরে মোট কয় ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে?
উত্তর :- ২৬ ধরনের।
প্রশ্ন -১৫• পরমাণু কতটি কণা দিয়ে তৈরি ও কি কি?
উত্তর :- তিনটি। যথা :- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
প্রশ্ন -১৬• ইলেকট্রন এর আধানের পরিমান কত?
উত্তর :- -1.60×10 – 19 কুলম্ব।
প্রশ্ন -১৭• পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়?
উত্তর :- Z দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন -১৮• অরবিটাল গুলোকে কি নামে আখ্যায়িত করা হয়?
উত্তর :- s,p,d,f ইত্যাদি।
প্রশ্ন -১৯• হাইড্রোজেন এর কতটি আইসোটোপ রয়েছে? উত্তর :- সাতটি।
প্রশ্ন -২০• রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর :- 32 p এর ফসফেট।
প্রশ্ন -২১• ফসিলের বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তর :- C-14।
প্রশ্ন -২২•প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
উত্তর :-2n^2।
প্রশ্ন -২৩• ক্যান্সার নিরাময় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তর :- 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবন পান করানো হয়।
প্রশ্ন -২৪•টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তর :- 60 কোবাল্ট (Co)।
প্রশ্ন -২৫• বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোথায়?
উত্তর :- রূপপুরে।