দারুণ সব সুবিধা সহ ২০২১ সালের জনপ্রিয় একটি ফোন

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন,সুস্থ আছেন।

কয়েকদিন আগে আমি একটি ফোন রিভিউ নিয়ে পোস্ট করেছিলাম।
একজন কমেন্ট করেছিল সেই পোস্ট এ স্টোরেজ খুবই কম।

মূলত আজকের এই পোস্ট টি ও ফোন রিভিউ নিয়ে আর আজকের পোস্ট এ আমি সেদিক টি ই বেশি গুরুত্ব দিয়েছি।

মোবাইল এর নাম ও মডেল:-OnePlus Nord CE 5G

বিস্তারিত :-

রিলেজ: ২০২১, জুন-১১

অ্যান্ড্রোয়েড: Android 11, OxygenOS 11

ডিসপ্লে : 6.43″ 1080×2400 pixels

ক্যামেরা : 64MP 2160p

RAM: ৬-৮-১২ জি.বি

দাম-৩০-৪০ হাজার(৩টি আলাদা রং ও স্টোরেজ তাই দাম কম বেশি)

ব্যাটারি : ৪৫০০mAh Li-po

ওজন:১৭০ গ্রাম

সিম:ডুয়েল সিম (ন্যানো সিম,স্টানবাই সিম)২জি,৩জি,৪জি,৫জি

চিপসেট: Qualcomm SM7225 Snapdragon 750G 5G (8 nm)

সিপিউ:
Octa-core (2×2.2 GHz Kryo 570 & 6×1.8 GHz Kryo 570)

মেমরি কার্ড স্লট:নেই

স্টোরেজ :
১২৮/২৫৬ জি.বি

ক্যামেরা বিস্তারিত :
প্রাইমারি ক্যামেরা-
64 MP, f/1.8, 26mm (wide), PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
2 MP, f/2.4, (depth)
সেকেন্ডারি ক্যামেরা :

16 MP, f/2.5, (wide), 1/3.0″, 1.0um

ফিচার-

এলএডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা
এইচডিআর
ভিডিও

জিপিএস:আছে
ব্লুটুথ:আছে
এফ এম রেডিও :আছে
ইউএসবি:
আছে

অন্যন্য ফিচার সমূহ:

ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লের নিচে, অপটিক্যাল), অ্যাকসিলরোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস
মেসেজিং
এসএমএস (থ্রেডেড ভিউ) এমএমএস, ইমেইল, পুশ ইমেইল
চার্জারিং:
ফাস্ট চার্জারিং 30W,
রং:
Blue Void, Charkoal Ink, Silver Ray
গেম এর জন্যে ও ফোনটি সঠিক কেননা এই ফোন এ রয়েছে ১২৮/২৫৬ জি.বি রম ও দারুণ সিপিউ বিশেষ করে আপনারা যারা ৪০ হাজার নিচে সব সুবিধা সহ ফোন কিনতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন।

আশা করি আপনাদের পোস্ট টি ভালো লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অন্য দের মাঝে শেয়ার করবেন।

ধন্যবাদ।

Related Posts