গুগল ইন্টারনেট জগতে আমাদের সবার নিকট অতি পরিচিত একটি নাম। এটি বিশ্বের অন্যতম প্রধান একটি সার্চ ইঞ্জিন। ইন্টারনেটের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুগলকে ধরা হয়।
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জেনে থাকি। যখনই আমাদের কাছে কোন নতুন বিষয় এসে হাজির হয় তখন আমরা সেই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করার জন্য ইন্টারনেটে সেই বিষয় সম্পর্কে সার্চ করে থাকি। আর ইন্টারনেটে ওই বিষয়টি সম্পর্কে আমরা একটি নির্দিষ্ট সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করি।
যদি আপনি কোন বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে চান তাহলে আপনি হয়তো গুগোল এ সার্চ করবেন, কোন জায়গার অবস্থান সম্পর্কে জানার জন্য গুগল ম্যাপ এবং সরাসরি ধারণা অর্জনের জন্য হয়তো ইউটিউব ব্যবহার করবেন। আপনি যেখানেই খোঁজাখুঁজি করুন না কেন ইন্টারনেট আপনাকে সেই বিষয় সম্পর্কে কম-বেশি ধারণা দিতে সক্ষম।
কিন্তু এই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে বেশ কয়েকটি বিষয়, তা না হলে আপনি আপনার যে বিষয়টি সম্পর্কে অনুসন্ধান করছেন সেই বিষয়টি সম্পর্কে গুগল থেকে বা অন্য যে কোন সার্চ ইঞ্জিন থেকে তেমন কোন ভাল ধারণা পেতে সক্ষম হবেন না।
গুগোল যেভাবে আপনাকে ফলাফল দেখায়:
বর্তমানে গুগোল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এখানে আপনি যেকোন বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবেন। কিন্তু গুগল কিভাবে আপনাকে এই সকল বিষয় সম্পর্কে তথ্য প্রদান করে কখনো কি ভেবে দেখেছেন?
এখানে হয়তো আপনি একটি বিষয় সম্পর্কে অনুসন্ধান করলে লক্ষাধিক উত্তর পেতে সক্ষম হবেন। কিন্তু কোন উত্তরটি সঠিক কোন উত্তরটি ভুল সেটা আপনি কিভাবে যাচাই করবেন? আর আপনি যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে কী পরিমাণ তথ্য আপনি সংগ্রহ করতে সক্ষম হবেন সেটি নির্ভর করে আপনার সার্চ স্কিলের উপর।
গুগোল মূলত আপনাকে যে সকল বিষয় মাথায় রেখে তথ্য প্রদান করে তা হল:
১. আপনার অনুসন্ধানকৃত বিষয়বস্তুর কিওয়ার্ড।
২. আপনি যে কি-ওয়ার্ড ব্যবহার করেছেন তার অর্থ।
৩. রাঙ্কিং অ্যালগরিদম দ্বারা বাছাই করা প্রাসঙ্গিক ওয়েবসাইট।
৪. অনুসন্ধান করা বিষয়বস্তুর গুণমান।
৫. ওয়েবপেজের ব্যবহারযোগ্যতা।
৬. অন্যান্য ওয়েব সাইট যেমন-ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদি থেকে সংগ্রহকৃত ডাটা।
এসকল বিষয় মাথায় রেখে গুগল আপনাকে আপনার অনুসন্ধানকৃত বিষয় সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনুসন্ধান করার পর সবচেয়ে প্রথমে আসা ওয়েবসাইটগুলো থেকেই আমরা সেই তথ্য সম্পর্কে অনুসন্ধান করি। কিন্তু এর বেশ কয়েকটি অপ্রয়োজনীয় দিকও রয়েছে। কারণ বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে যে কেউ তার লেখা বা তৈরি করা বিষয়বস্তুকে গুগলে র্্যাঙ্কিং করাতে সক্ষম হবে। এছাড়া আমাদের সবার ক্ষেত্রে একই বিষয় সম্পর্কে অনুসন্ধান করা হলেও গুগোল সবাইকে একই ফলাফল প্রদান করে না। তাই আপনাকে আপনার সার্চ স্কিল বাড়ানোর জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে আপনি যে বিষয়ে অনুসন্ধান করতে চলেছেন সেই বিষয়টি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে সক্ষম হন।
সার্চ স্কিল কে উন্নত করার কয়েকটি সহজ উপায়:
১. গুগোল এ সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইট গুলো আসবে মূলত সেই ওয়েবসাইট গুলো আপনার অনুসন্ধানকৃত বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা দিতে সক্ষম। কিন্তু অনেক সময় আপনি যদি কাঙ্খিত তথ্য খুজে না পান তবে অবশ্যই নিচে থাকা ওয়েবসাইট গুলো ভিজিট করুন।
২. আপনি যে বিষয়টি সম্পর্কে অনুসন্ধান করছেন সেই বিষয়টির মূল কি ওয়ার্ড কি এবং আপনি কি ধরনের তথ্য চান সেই বিষয়টি মাথায় রেখে অনুসন্ধান করুন এবং গুগলে পাওয়া ফলাফল গুলোর মধ্যে আপনার অনুসন্ধানকৃত কিওয়ার্ড আছে কিনা সেটি লক্ষ করুন।
৩. যে বিষয় সম্পর্কে আপনি তথ্য সংগ্রহ করতে চান সেই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে অনুসন্ধান করার চেষ্টা করুন। যেমন-আপনি যদি ইন্টারনেট cookies সম্পর্কে জানতে চান তবে আপনি শুধুমাত্র এই কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করতে পারবেন। কিন্তু আপনি যদি আরো বিস্তারিত কোন বিষয় সম্পর্কে জানতে চান তবে আপনাকে পুরোটা উল্লেখ করতে হবে যেমন-ব্রাউজার থেকে ইন্টারনেট cookies কিভাবে মুছে ফেলবো।
৪. গুগোল এর ফলাফল আসার পর আপনি খুব সহজেই দেখতে পাবেন আপনার অনুসন্ধান করা কিওয়ার্ড গুলোর মধ্যে কোন কিওয়ার্ডগুলো ফলাফল প্রদানকারী ওয়েবসাইট গুলোর মধ্যে রয়েছে। যে কিওয়ার্ডগুলো ফলাফলে আসা ওয়েবসাইট গুলোর মধ্যে নেই সেগুলোর মধ্যে ক্রস মার্কিং করা থাকবে। এতে আপনার বুঝতে সুবিধা হবে কোন ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি আপনার কাঙ্খিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
৫. আপনি যে ভাষায় আপনার প্রয়োজনীয় তথ্যটি পেলে খুশি হবেন সেই ভাষায় অনুসন্ধান করার চেষ্টা করুন। আমরা অনেকেই হয়তো ইংরেজিতে সার্চ করার পর গুগল ট্রান্সলেট ব্যবহার করে ওয়েবসাইটটি অনুবাদ করে নেই আমাদের পছন্দের ভাষা অনুযায়ী। কিন্তু এর মাধ্যমে আপনি শুধু একটি সরাসরি অনুবাদ পাবেন ভাবগত অনুবাদ পেতে সক্ষম হবেন না। এর জন্য যে ভাষায় তথ্যটি পেলে আপনার জন্য উপকার হবে সেই ভাষায় অনুসন্ধান করার চেষ্টা করুন।
ধন্যবাদ।