জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স এর কথা নিশ্চই আপনিও শুনে থাকবেন। যদিও ইন্স্যুরেন্স বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তবে বিভিন্ন ক্ষেত্রে সুবিধার কথা বিবেচনা করে আপনি ইন্স্যুরেন্স গ্রহণ করতে পারেন। মেটলাইফ ইন্সুরেন্স –
ইন্স্যুরেন্স (Insurance) হচ্ছে একটি ইংরেজি শব্দ যেটির বাংলা অর্থ হলো বীমা। বীমা অনেক প্রকারের হয়ে থাকে। যেমন ধরুন যদি আপনি জীবন বীমা করেন তবে যদি বীমার মেয়াদ থাকাকালীন আপনার মৃত্যু হয় তবে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিতে বাধ্য। অর্থাৎ আপনার মূল্যবান জীবন বা যেকোনো সম্পদ ক্ষতির শিকার হলে উক্তি ক্ষতির ক্ষতিপূরণ লাভের যে ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স বা বীমা। আশা করছি বুঝছেন।
বাংলাদেশে কোন ব্যাংক ইন্স্যুরেন্স সুবিধা দেয়?
আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বাংলাদেশের কোন কোন ব্যাংক ইন্স্যুরেন্স এর সুবিধা প্রদান করে। তো এই প্রশ্নের উত্তরে সোজাসুজি ভাবেই বলা যায়, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন বীমার সুবিধা দেওয়া হয়। তবে সব ব্যাংকেই যে বীমার সুবিধা দেওয়া হয় এমনটা না।
যদি আপনি যেকোনো কিছুর ইন্স্যুরেন্স করতে চাইছেন তাহলে আমি আপনাদের পরামর্শ দেব বাংলাদেশের যেকোনো ভালো বীমা কোম্পানি দ্বারা বীমা করতে।
যদিও বাংলাদেশে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানী বিভিন্ন ইন্স্যুরেন্স সার্ভিস প্রদান করে যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে গ্রাহকদের সঠিক সেবা না পাওয়ার ব্যাপারে শোনা যায়। নিচে আপনাদের বাংলাদেশের ৫ টি জনপ্রিয় বীমা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
- MetLife Insurance / মেটলাইফ ইন্সুরেন্স
- Sonali Life Insurance Company Limited
- Popular Life Insurance Company Limited
- Fareast Islami Life Insurance Company Limited
- Guardian Life Insurance Limited
এই ৫ টি বীমা প্রদানকারী প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে গ্রাহকদের বিভিন্ন বীমা সেবা দিয়ে আসছে।
কিভাবে ইনস্যুরেন্স করতে হয়?
ইন্স্যুরেন্স করতে হলে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের ইন্স্যুরেন্স করতে চাচ্ছেন সেটি। বাড়িঘর ,সম্পত্তি, জীবন বীমা, ব্যবসা, দুর্ঘটনা বিভিন্ন সম্পদের উপরে বীমা নেওয়ার সুবিধা আছে। অতঃপর আপনাকে আওন নিকটস্থ বীমা প্রদানকারী প্রতিষ্ঠানে গিয়ে বীমা গ্রহণ করার যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে হবে।
ইনস্যুরেন্স করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?
যেকোনো বীমা করার ক্ষেত্রে আপনার যে যে কাগজপত্র লাগতে পারে সেগুলো হলোঃ
- আবেদনকারীর জন্ম সনদ সংক্রান্ত কাগজ।
- জাতীয় পরিচয়পত্র পত্র।
- আয় ও আয়ের উৎস।
- শিক্ষাগত যোগ্যতা সনদ।
- শারীরিক গঠন বা স্বাস্থ্যগত অবস্থার বর্ণনা।
- পেশাগত তথ্য বা কাগজপত্র।
- আবাস।
- পারিবারিক এবং ব্যক্তিগত ইতিবৃত্ত।
- জাতীয়তা ইত্যাদি।
যেকোনো প্রতিষ্ঠানে বীমা গ্রহণের ক্ষেত্রে আপনার উক্তি তথ্য বা কাগজপত্র দরকার হতে পারে। বিষয়টি আপনি আপনার নিকটস্থ বীমা প্রদানকারী শাখায় গেলে বিস্তারিত জানতে পারবেন।
ইনস্যুরেন্স এর সুবিধা কি? ইনস্যুরেন্স কেন করা উচিত?
যেকোনো ইন্স্যুরেন্স করার মূল উদ্দেশ্য থাকে ঝুঁকি কমানো। ধরুন আপনি একটি ব্যবসা করছেন। আপনার ব্যবসার প্রক্রিয়াটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আপনি বিভিন্ন পাইকারদের কাছে পণ্য পাঠান।
এখন পণ্য পরিবহনের মাধ্যমে পাঠানোর সময় কোনো এক দুর্ঘটনায় আপনার সব প্রোডাক্ট নষ্ট হতে পারে। এক্ষেত্রে আপনি দুর্ঘটনা এড়াতে বীমা করতে পারেন। এতে করে আপনার পণ্যের ক্ষতি হলে আপনি সেটির ক্ষতিপূরণ পেয়ে যাবেন।
তাই বীমা করার একটি অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে ক্ষতিপূরণ পাওয়া।
আজকে আপনাদের বীমা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম। আশা করছি আর্টিকেলটা উপকারে এসেছে। কোনো বিষয়ে জানতে চাইলে মন্তব্য করে জানাবেন।