আসসালামলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে অনলাইনে কাজ করতে চাওয়া কার না স্বপ্ন। অনলাইনে ইনকামের অনেক মাধ্যম রয়েছে। যতো দিন যাচ্ছে মানুষ অনলাইনে কাজ করার প্রতি আগ্রহ হচ্ছে। কিন্তু অনেকেই কি কাজ করবে অনলাইনে তা বুঝে উঠতে পারছেন না।
চেষ্টা করবেন সবসময় যেকোনো একটা কাজে মনোনিবেশ করতে। একেক সময় একেক কাজে যুক্ত হলে কোনোও কাজই ঠিকমতো হবে না, আর আপনার অনলাইনে কাজ করে ইনকাম করাও হবে না। নিজের কাজ করার যেকোনো একটি মাধ্যম তৈরি করুন বা খুজে নিয়ে কাজ শুরু করে দিন ইনকাম আপনার হবে।
ঠিকমতো কাজ না করেই অনেকই অনলাইনে কাজকে ফ্রড বা মিথ্যা বলে বসে। শুধু অনলাইনেই না যেকোনো কাজেই একটা মানুষকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হয়। তা না হলে সব কাজই অর্ধেক করে ছেড়ে দেয় যার কারনে অনলাইনের মাধ্যমে ইনকাম করা যায় তার উপর থেকে বিশ্বাস ওঠে যায়।
বর্তমানে অনলাইনে জনপ্রিয় কাজগুলোর মধ্যে একটি হলো লেখালেখি করে/আর্টকেল লিখে ইনকাম। এই যে আপনি আমার লিখা পড়ছেন এটাই লেখালেখির কাজ। এই আর্টিকেল লিখে ইনকামের অনেক ওয়েবসাইটেই সুযোগ রয়েছে। যাদের বাংলায় লেখালেখি করার সখ আছে বা প্রায় সময় ফেসবুকে গল্প/পোস্ট লিখে থাকেন তাদের জন্য বাংলায় আর্টিকেল লিখা সহজ হবে।
আপনি এই আর্টিকেল লিখে সাধারনত ৫০০০-১০০০০ পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি নিয়মিত কাজ করেন। আপনি এই কাজটি নিজের ব্লগ তৈরি করেও করতে পারেন।
ইন্টারনেটে আসসালামলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে অনলাইনে কাজ করতে চাওয়া কার না স্বপ্ন। অনলাইনে ইনকামের অনেক মাধ্যম রয়েছে। যতো দিন যাচ্ছে মানুষ অনলাইনে কাজ করার প্রতি আগ্রহ হচ্ছে। কিন্তু অনেকেই কি কাজ করবে অনলাইনে তা বুঝে উঠতে পারছেন না।
চেষ্টা করবেন সবসময় যেকোনো একটা কাজে মনোনিবেশ করতে। একেক সময় একেক কাজে যুক্ত হলে কোনোও কাজই ঠিকমতো হবে না, আর আপনার অনলাইনে কাজ করে ইনকাম করাও হবে না। নিজের কাজ করার যেকোনো একটি মাধ্যম তৈরি করুন বা খুজে নিয়ে কাজ শুরু করে দিন ইনকাম আপনার হবে।
ঠিকমতো কাজ না করেই অনেকই অনলাইনে কাজকে ফ্রড বা মিথ্যা বলে বসে। শুধু অনলাইনেই না যেকোনো কাজেই একটা মানুষকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হয়। তা না হলে সব কাজই অর্ধেক করে ছেড়ে দেয় যার কারনে অনলাইনের মাধ্যমে ইনকাম করা যায় তার উপর থেকে বিশ্বাস ওঠে যায়।
আমি আজ আপনাদের এমন কিছু বাংলা ওয়েবসাইটের সাথে পরিচয় করাবো যার মাধ্যমে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটগুলোতে কাজ করার জন্য আপনার কোনো পুর্ব অভিজ্ঞতা বা কোনও রকম যোগ্যতার প্রয়োজন পড়ে না। অন্য কারও আর্টিকেল কপি না করে নিজে রিসার্চের মাধ্যমে লিখতে হবে তা না হলে ওয়েবসাইটে এপ্রুভ হবে না আর আইডি ব্লকও করে দিতে পারে।
জনপ্রিয় বাংলা আর্টিকেল লেখে ইনকাম করার ওয়েবসাইটগুলো:
1.Grathor.com
2.টেকটিউনস
3.JIT.com
4.রোব বাংলা
5.প্রতিবর্তন.কম
6.ইনকাম টিউনস
7.অর্ডিনারী আইটি
এই ৭টি ওয়েবসাইটে আপনি লেখালেখির কাজ করতে পারবেন নিশ্চিন্তে। এই ৭টি সাইটি 100% ট্রাস্টেড, এরা অনেক বছর ধরে বিশ্বস্তের সাথে পেমেন্ট করে আসছে।