আসসালামু আলাইকুম,,
আজকে আমি আপনাদেরকে আপনার বন্ধুকে অগ্রিম 2022 ঈদ উল আযহার শুভেচ্ছা জানানোর জন্য আকর্ষণীয় ১৫ টি এসএমএস শেয়ার করব আশা করি ভালো লাগবে।
(০১) Hello এসএমএস,
তুমি আমার বন্ধুর কাছে যাবা,
তাকে আমার সালাম দিবা,
কিন্তু তাকে ডিস্টার্ব করবা না,
তার কাছে আমার ভালোবাসার কথা জানিয়ে দিবা,
অবশ্যই ঈদের দাওয়াত দিয়ে আসবা,
আর মিষ্টি করে বলবা …
“ঈদ মোবারক”
(০২) ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি,
বন্ধু আমি তোমাকে খুব ভালোবাসি।
যদিও থাকি দূরে,
আছো মনে প্রানে,
তোমাকে ছাড়া আমি
ঈদ কাটাবো কেমনে।
তোমাকে জানাই পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা
“ঈদ মোবারক”
(০৩) আসছে ঈদুল আজহা, আসছে খুশির দিন।
সবাই মিলে নামাজ পরবো, ঈদ পাবো না প্রতিদিন।
নতুন সাজে সাজবো মোরা, নতুন সাজে ঘুরবো।
গরীব-দুঃখীকে সাহায্য করবো, এটাই যেন হয় উদ্দেশ্য।
তোমাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো
“ঈদ মোবারক”
(০৪) হিংসা যদি থাকে ছুড়ে ফেলে দাও,
রাগ যদি থাকে সব ভুলে যাও,
কিছু চাওয়ার থাকলে, আল্লাহর কাছে চেয়ে নাও।
কারন সামনে আসছে খুশির দিন ।
তোমাকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
“ঈদ মোবারক”
(০৫) কষ্ট কে বলি তুই চলে যা,
সুখ কে বলি তুই ফিরে আয়।
আর আমি আমার বন্ধুকে বলি
হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে
—-ঈদ মোবারক.
(০৬) নতুন কিছু কথা বলবো,
নতুন কিছু তৈরি করব,
নতুন নতুন জামা পরবো,
নতুন নতুন এমএমএস দিবো,
নতুন করে বন্ধুকে ভালোবাসা শেয়ার করব।
“ঈদ মোবারক”
(০৭) ঈদ মানে খুশি, সবার মুখে হাসি।
ঈদ এখনো বাকি, গরুর গলায় রশি,
অনেক হবে মজা, করবে সাজসজ্জা।
আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।
আসতে পারলে খুশি হবো আর না আসলে তোমার বাড়ি যাবো।
তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা
“ঈদ মোবারক”
(০৮) আসছে খুশির ঈদের দিন।
নতুন জামা কিনে নিন ।
আর মাত্র কয়েকদিন ।
আইসো বন্ধু ঈদের দিন ,
দাওয়াত রইলো অগ্রীম।
“ঈদ মোবারক”
(০৯) কোরবানির ঈদ শিখিয়ে যায় ত্যাগের মহিমা।
গরিবের হক রাখবো না ফ্রিজে,
গরুর গোশত বিলিয়ে দেবো মিসকিনদের মাঝে।
কোরবানির আনন্দ রাখবো আমরা সকলের মাঝে।
তোমাকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই
” ঈদ মোবারক”
(১০) কোরবানির ঈদ সবার মনে বয়ে আনুক শান্তি।
সমাজ হোক শান্তিময় এই দোয়াটি করি।
আল্লাহকে তোমার এবং তোমার পরিবারকে যেন অনেক ভালো রাখে, সুস্থ রাখে।
তোমাকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো।
“ঈদ মোবারক”
(১১) বন্ধু তোমায় মনে পড়ে , ঈদের শুভেচ্ছা তোমার তরে।
ঈদের বাতাস লাগবে গায়, জীবন হোক দীপ্তিময়।
মুসলমান- মুসলমান ভাই ভাই, সব দ্বন্দ্ব ভুলে যাই।
ঈদের মতোই তোমার জীবন হোক আনন্দময়।
“ঈদ মোবারক”
(১২) ঈদ আসছে খুশি দিতে আসতে দিতে ভালোবাসা।
ঈদের আনন্দে মেতে ,ভুলে যাবো সব ব্যথা।
ধনী হোক আর গরিব হোক নামাজ পড়বো একসাথে।
এটাই মোদের প্রত্যাশা।
‘ঈদ মোবারক’
(১৩) ঈদ আসছে ,ঈদ আসছে,
সবার মনে খুশি লাগছে,
সবার হাত মেহেদী রাঙ্গা
ঈদের দাওয়াত মিস করো না।
তোমাকে জানাই ঈদের পবিত্র শুভেচ্ছা
“ঈদ মোবারক”
(১৪) আনন্দ আমাদের হাসায়, আর দুঃখ আমাদের কাদায়।
আর ঈদের আনন্দ আমাদের সবাইকে প্রশান্তি দিয়ে থাকে।
আমার মনের সকল ভালোবাসা দিয়ে তোমাকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা
“ঈদ মোবারক”
(১৫) লাল নীল সাদা কালো, ঈদের দিন কাটুক ভালো।
নতুন পোশাক পড়বে তুমি, চলে আসবে আমার বাড়ি।
হাত রাঙাবে মেহেদি দিয়ে, দেখবো আমি দুচোখ ভরে।
তোমাকে জানাই ঈদের পবিত্র শুভেচ্ছা।
“ঈদ মোবারক”