আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় পাঠক বন্ধুগন, আজকের আর্টিকেল এ রয়েছে হেনা দিয়ে চুল কালো করার পদ্ধতি । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
হেনা ব্যবহার করে চুল কালো করার উপায় ?
হেনা বা মেহেন্দি হল একটি প্রাকৃতিক উপাদান। এতে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। এটি মাথার চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। চুল কালো করার জন্য আমরা মাথায় বিভিন্ন ধরনের হেয়ার কালার বা কেমিক্যাল ব্যবহার করে থাকি যেগুলো চুলের জন্য খুবই ক্ষতিকর।
এই সব হেয়ার কালারে প্রচুর পরিমাণে রাসায়নিকসহ অ্যামোনিয়া থাকে। প্রাকৃতিকভাবে পাকা চুল কালো করার জন্য অনেকে মাথায় হেনা ব্যবহার করে। শুধু হেনা ব্যবহার করার থেকে হেনার সাথে অন্যান্য উপাদান মিশিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।
হেনা দিয়ে চুল কালো করার পদ্ধতি, চুলে হেনা লাগানোর পদ্ধতি-
- হেনার সাথে একটি ডিমের কুসুম, এক চা চামচ লেবুর রস,এক টেবিল চামচ টক দই, ব্ল্যাক টি বা কালো চা সুন্দর ভাবে মিশিয়ে চুলে লাগালে চুল কালো হয়।
- আবার হেনার সাথে 1 চা চামচ কফি পাউডার, 1 চা চামচ আমলকি পাউডার মিশিয়ে চুলে লাগালে চুল কালো হয়।
- হেনা খুব সুন্দর ভাবে চুলে লাগাতে হবে যাতে চুলের কোন অংশ বাদ না পড়ে। সুন্দরভাবে চুলে লাগিয়ে দু ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
- তবে বেশি সময় মাথায় হেনা লাগিয়ে রাখলে এর ক্ষতিকর প্রভাব দেখা যায়, চুল শুকিয়ে যায় এবং চুলের স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে।
- অনেক সময় হেনা চুলকে ড্রাই করে ফেলে, তাই শুষ্ক চুলে হেনা লাগাতে হলে হেনার সাথে অলিভ অয়েল মিশিয়ে লাগালে উপকার পাওয়া যাবে।
- বাজার থেকে কেনা হেনার প্যাকেট থেকে অনেক সময় উপকার পাওয়া যায় না, তারচেয়ে বরং মেহেদি পাতা বেটে চুলে লাগালে বেশি উপকার পাওয়া যায়।
হেনার উপকারিতা
- হেনা ব্যবহার করলে শুধু চুল কালোই হয় না, চুল লম্বা হয় এবং চুল ঘন হয়।
- এটি প্রাকৃতিকভাবে চুলকে মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল করে।
- মাথার খুশকি দূর করতেও হেনা ভালো উপকার দেয়।
- চুলের বৃদ্ধি করতে, চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে হেনা খুবই উপকার করে।
- হেনা চুলের আগা ফাটা রোধ করে।
হেনার অপকারিতা
চুলে দীর্ঘক্ষন হেনা লাগিয়ে রাখলে চুলের স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে। হেয়ার বিশেষজ্ঞরা চুলে দীর্ঘক্ষন হেনা ব্যবহার করতে নিষেধ করেছেন। চুলে 2 ঘণ্টার বেশি হেনা লাগিয়ে রাখা ঠিক নয়। বেশিক্ষণ হেনা লাগিয়ে রাখে চুল ড্রাই হয়ে যায়। তবে সঠিক নিয়মে চুলে হেনা ব্যবহার করলে এই বিশেষ সুফল পাওয়া যায়।
পরিশেষে, প্রাকৃতিক উপাদান হেনার সাথে, ডিম, কফি পাউডার, চায়ের গুলা, আমলকি পাউডার মিশিয়ে সুন্দর করে প্যাক বানিয়ে মাথায় লাগালে চুল কালো হয়, ঘন হয়, চুলের গোড়া মজবুত হয় এবং স্বাস্থ্যজ্জ্বল চুল পাওয়া যায়।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।