যুক্তরাষ্ট্রের ইউমিং প্রদেশের টেটনস্ত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং দেশটির সবচেয়ে বড় ও বৃহত্তম তৃতীয় বৃহৎ গরম পানির লেক!
প্রায় ৩৭০ ফুট ব্যাস ও ১৬০ ফুট গভীর এ লেকটি প্রতি মিনিটে ৫৬০ গ্যালন পানি উদগীরণ করে। লেকের পানির ফোঁটা ও বাষ্প হয়ে যাওয়ার দৃশ্য দেখে মনে হবে যেন কেউ লেকের নিচে আগুন লাগিয়ে দিয়েছে।
১৮৩৯ সালে আমেরিকান ফার কোম্পানির একদল কর্মী প্রথম এ গোলাকার লেকটির সন্ধান পান। লেকটির বিভিন্ন স্থানে বিভিন্ন তাপমাত্রার পানিতে বিদ্যমান বিভিন্ন অণুজীবের উপস্থিতির কারণেই রঙধনুর মতো রঙে রাঙানো থাকে লেকটি। ঋতুভেদে ব্যাকটেরিয়া বা অণুজীবের তারতম্যের কারণে রঙেরও কিছুটা পরিবর্তন চোখে পড়ে।
লেকের মাঝখানের পানি প্রচণ্ড উষ্ণ। যার তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস। এ অংশে ব্যাকটেরিয়ার আধিপত্য একেবারেই কম এবং পানি খুব পরিষ্কার ও গাঢ় নীল। এখানকার বর্ণিল সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের পাশাপাশি বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের পদচারণাও এখানে নিয়মিত।