টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘ ১৭ বছরের বিবাহিত জীবন ছেড়ে, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নতুন করে সংসার পাতার ঘটনায় চমকে গেছে ইন্ডাস্ট্রি। তাদের প্রেমকাহিনি যেমন সমর্থন পেয়েছে, তেমনই বিতর্কের ঝড়ও তুলেছে।
কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সব জল্পনার অবসান ঘটে গেল ১০ জানুয়ারি, যখন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে শ্রীময়ীকে ঘরে তোলেন তিনি। তাদের নতুন সংসারকে ঘিরে সম্প্রতি আরেকটি আনন্দের খবর সামনে এসেছে—বিয়ের মাত্র আট মাসের মধ্যেই কন্যাসন্তানের আগমনে তাদের পরিবার সম্পূর্ণ হয়েছে।
কাঞ্চনের জনপ্রিয়তা ও নারী ভক্তদের উন্মাদনা
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ কাঞ্চনকে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যতই কাঞ্চনকে ‘রোগা’ বা ‘পাতলা’ বলা হোক না কেন, তার নারী ভক্তের সংখ্যা নেহাত কম নয়। শ্রীময়ীর ভাষায়, “এই যে রোগা কাঞ্চনকে দেখছ, কত মহিলা ওর জন্য কাঁদে জানো? দুর্গাপূজায় দেখেছি, একজন হাউহাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন। বলে উঠলেন, ‘কাঞ্চন তুমি আমার…।’”
নারী ভক্তদের এমন উন্মাদনা দেখেই বোঝা যায়, পর্দার বাইরে কাঞ্চন কতটা জনপ্রিয়। তার অনন্য অভিনয়শৈলী ও সহজাত কৌতুকাভিনয় তাকে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।
সম্পর্কের সমীকরণ ও নতুন অধ্যায়
কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের যাত্রা সহজ ছিল না। তাদের প্রেম শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত সম্পর্ক ছিন্ন করা এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে শ্রীময়ীর সঙ্গে নতুন জীবন শুরু করা নিয়ে সমালোচকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন কাঞ্চন। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে, এই দম্পতি নিজেদের মতো করে সুখী জীবন কাটাচ্ছেন।
এখন তাদের নতুন জীবনের গল্প কীভাবে এগোয়, তা নিয়ে অপেক্ষায় রয়েছে তাদের ভক্তকুল। কাঞ্চন-শ্রীময়ীর রসায়ন যে আরও বহুদিন টলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।