কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স যা পুরোপুরি নির্ভর মেশিন লেঙ্গুয়েজের উপর। কম্পিউটার নিজে নিজে কোনো ধরনের কাজ করতে পারে না। কম্পিউটারকে প্রোগ্রামিং
মেশিন বা কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই। এই মেশিনকে আমরা যেই ধরণের দিকনির্দেশনা দিবো মেশিন সেই অনুযায়ী কাজ করবে। এর বাইরে মেশিন কোনো ধরণের কাজ করতে পারবেনা।মেশিনের বুদ্ধিকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর উদ্দেশ্য হলো কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা। মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দান করা। দিন দিন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স উন্নত হচ্ছে যা মানবজাতিকে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত করছে। এমনকি শুধুমাত্র আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর ফলে মানবজাতির অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে। বিভিন্ন এক্সপার্ট এর মতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার তিনটা ক্যাটাগরি রয়েছে।
১.আর্টিফিসিয়াল নেরও ইন্টিলিজেন্স : এনাই হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট। যেমন যে মেশিন একটি খেলা খেলতে পারবে সে শুধুমাত্র একটি খেলা এ খেলতে পারবে সে অন্য কোনো ধরণের কাজ করতে পারবে না
২.আর্টিফিসিয়াল জেনারেল ইন্টিলিজেন্স :কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই। এ ধাপে মেশিন মানুষের মতো চিন্তা করতে পারবে ,মানুষের মতো প্ল্যান করতে পারবে,সমস্যা সমাধান করতে পারবে ,হটাৎ নতুন কোনো পরিবেশে নিজেদের মতো খাপ খাইয়ে নেয়ার মতো ক্ষমতা তৈরি করতে পারবে। ৩.আর্টিফিসিয়াল সুপার ইন্টিলিজেন্স : মানুষের থেকেও যখন কম্পিউটার অধিক বুদ্ধিসম্পন্ন হবে তখন তাকে আর্টিফিসিয়াল সুপার ইন্টিলিজেন্স বলা হবে। আর্টিফিয়াল নিয়ে পড়াশোনার পাশাপাশি বিনোদনের জন্য কিছু মুভির নাম দেয়া হলো :
1.Ex machina (2015)
2.2001:A space odyssey.
3.I ROBOT
4.Matrix Series
5.tron series