আজকাল বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে আয় করে নিজেদের ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাবলম্বি হচ্ছে অনেকে। আউটসোর্সিং বর্তমানে তরুন প্রজন্মের পছন্দের পেশা হিসেবে পরিগনিত হচ্ছে। কি নেই এই আউটসোর্সিং এ। আউটসোর্সিংয়ে রয়েছে নিজের পছন্দমতো কাজ করার পূর্ণ সুবিধা। নিজের পছন্দমতো সময়ে কাজ করা যায় বলে আজ তরুন প্রজন্মের পছন্দের পেশার তালিকায় আউটসোর্সিং এর অবস্থান সকলের শীর্ষে। আজকাল চারদিকে শুধুমাত্র আউটসোর্সিং এর জয়জয়কার। অনেকেই মনে ধারণা পোষণ করে রাখে যে শুধুমাত্র কম্পিউটার এবং ল্যাপটপ থাকলে আউটসোর্সিং এর কাজ করা সম্ভব। কিন্তু এই ধারণা মোটেও সঠিক নয়। শুধুমাত্র ল্যাপটপ কিংবা ডেক্সটপ নয়। আপনার ব্যবহৃত এন্ডয়েড মোবাইল ফোন দিয়েও করতে পারেন আপনার পছন্দমতো কাজ। সেই জন্য প্রয়োজন একটি এন্ডয়েড ফোন এবংং সেই সাথে ইন্টারনেট কানেকশন। আজকাল আউটসোর্সিং এর অনলাইন মার্কেটপ্লেসে প্রায় অনেক ধরনের কাজ পাওয়া যায়। অনলাইন মার্কেটপ্লেসে প্রায় ত্রিশ ধরনের কাজ পাওয়া যায় যেই কাজগুলো অনলাইনে করা যায়। আজ আলোচনা করব সেই সকল কাজ নিয়ে যেই কাজগুলো মোবাইল ফোনের মাধ্যমে করা যায়। ১.কন্টেন্ট রাইটিং : আজকাল কন্টেন্ট রাইটিং খুবই জনপ্রিয়। বিগিনারদের জন্য কন্টেন্ট রাইটার হতে পারে পছন্দের পেশা। কন্টেন্ট রাইটিং হলো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লিখা। এই কাজটি আপনি আপনার ব্যবহৃত এন্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন। এই কাজটির জন্য আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপ এর প্রয়োজন পরবে না। ২.ব্লগ রাইটিং :ব্লগ রাইটিং আজকাল খুবই জনপ্রিয়। ব্লগ রাইটিং এর মাধ্যমে নতুন নতুন প্রতিভার বিকাশ ঘটে। শুধুমাত্র আপনার মোবাইল ফোনের মাধ্যমে ব্লগ রাইটিং করতে পারবেন। এর জন্য দরকার হবে ল্যাপটপ কিংবা ডেক্সটপ। ৩.ট্রান্সলেশন এন্ড ল্যাংগুয়েজ : ট্রান্সলেটর আজজাল খুবই জনপ্রিয় এবং পছন্দের পেশা।ট্রান্সলেশন এবং ল্যাংগুয়েজ হলো একটি ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করে দেয়া।এই কাজটি করার জন্য আপনাকে বিভিন্ন ভাষা সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ভাষা সম্পর্কে যেনে থাকলে আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন এই কাজটি। ৪.রাইটিং বা রিরাইটিং :মোবাইল ফোনের মাধ্যমে করা যায় এমন একটি কাজ হলো রাইটিং এবং রিরাইটিং। রাইটিং হলো ক্লায়েন্ট এর দেয়া নির্দিষ্টভাবে কোন ধরনের বিষয় নিয়ে লিখা। রিরাইটিং হলো ক্লায়েন্টের দেয়া কোনো কাজকে পুনরায় নতুন করে লিখে দেয়া।এই দুটি কাজ আপনি খুব সহজে আপনার ব্যবহৃত এন্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন। ৫.একাডেমিক রাইটিং: মোবাইল ফোনের মাধ্যমে যেসকল কাজ করা যায় তার মধ্যে অন্যতম হলো একাডেমিক রাইটিং। এখন আসি একাডেমিক রাইটিং কি? ধরেন কেউ একজন থিসিস পেপার কমপ্লিট করার জন্য কাউকে হায়ার করে তার কাজ করিয়ে নেয়া। কোন ধরনের অফিসিয়াল কাজ করিয়ে নেওয়াকেও বলা হয়ে থাকে একাডেমিক রাইটিং। ৬. ফোরাম পোস্টিং : ফোরাম পোস্টিং হলো কোন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে পোস্টিং করা। এইসব পোস্টিং করতে হবে বিভিন্ন গ্রুপে। মাত্র আলোচনা করলাম কয়টা বিষয় নিয়ে। এমন হাজারো বিষয় আছে যেসব বিষয়ে আমরা অনলাইনে আয় করতে পারি শুধুমাত্র আমাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আয় করতে পারি। তাই প্রতারিত না হয়ে অনলাইনের মাধ্যমে সঠিক উপায়ে আয় করে অনলাইনে ক্যারিয়ার গড়ুন।
সহজ কিন্তু স্পেশাল একটি gig request করুন fiverr-এ।
আপনার ফাইভারের অ্যাকাউন্টে লগইন করুন, হোমপেজের উপরের ডানদিকে কোণায় ক্রয় শীর্ষ মেনুতে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন তালিকা থেকে একটি অনুরোধ...