Cheap price backlink from grathor: info@grathor.com

মাদারীপুরে আজাহারীর মাহফিলে লাখো মানুষের ঢল!

মাদারীপুরের কালকিনিতে ড.মিজানুর রহমান আজাহরীর মাহফিলে ৩০০ শতাধিক পুলিশ পাহাড়ায় সম্পন্ন হলো।মাহফিলটি অত্যন্ত শান্তিপূর্ন ভাবে এবং লাখো মানুষের উপস্থিতির মধ্য শেষ হয়।

সাহেবরামপুর কেন্দ্রীয় মসজিদ ও বাজার ইসলামি যুব ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান বক্তা হিসেবে মাওলানা আযহারী সাহেব ১ ঘন্টা বক্তব্য রাখেন।আযহারীর ওয়াজ শুনতে শিশু থেকে করে বৃদ্ধ কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।বিশেষ করে বরিশাল,পটুয়াখালী,গৌরনদী,আগৈলঝড়া আশে পাশের দূর দূরান্ত এলাকা থেকে কোরআনের কথা শোনার জন্য লোকজন আসে।

Related Posts

6 Comments

Leave a Reply