Cheap price backlink from grathor: info@grathor.com

আমার প্রথম প্রেমের গল্প

আমার নাম নাইম।আমার বয়স ১৯।আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার প্রেমের গল্প শুরু হয়।একদিন প্রথম ক্লাস করে পানি পান করার জন্য অফিস রুমে যাওয়ার জেইনা পাটা বাড়াবো অমনিই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খাই।যেইনা মেয়েটার দিকে তাকাতে যাবো আমি মেয়েকে দেখে ফিদা।এত সুন্দর,সুন্দর হলে কি হবে পড়ালেখায় তেমন ভালো নয়।এবং মেয়েটা একটু মোটা।এবং ক্লাসে আমার রোল ছিল ১।তাই প্রেম করতে তেমন কোনো কষ্ট হয়নি।একদিন আমাদের ইংলিশ মেডাম আমাদের সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন।এবং ক্লাসের কেউ পারলো না।তখন আমি উঠে বললাম মেডাম আমি পাড়বো।উওর দেওয়ার পর সবাই আমার দিখে হা করে তাখিয়ে আছে।তখন আমি ও চান্সটা মিস করি নি।আমি আমার প্রেমিকার চোখে চোখ রেখে তাকিয়ে তাকলাম।দেখলাম ও একটু হাসি মারলে আমি আমার প্রেম চালিয়ে যাওয়ার চান্স পাইলাম।এভাবে প্রতিদিন চোখে চোখ রেখে কথা বলতাম। আমাদের পরিক্ষা ছলে আসলে আমি আর তেমন কোনো সারা দেইনি।একদিন পরিক্ষা থেকে আসার সময় ও আমার কাছে এসে বসলো।বসার পর দুজন মিলে অনেক্ষকন গল্প করলাম।কিন্তু হঠাৎ এমন একটা কথা বললো আমি ঠাসকি খেয়ে গেলাম।ও বললো  আই লাভ ইউ,আমি ও বললাম আই লাভ ইউ টু।এভাবে চলতে থাকে আমাদের প্রেম।যখন রেসাল্ট দিলো আমি পরিক্ষায় পাস করেছি ও আমার প্রেমিকা ও পাস করে।পাস করার পর আমি এক স্কুলে ও অন্য স্কুলে ভতি হয়ে যায়।স্কুলে যাওয়ার পড় থেকে ওর মাঝে আমি পরিবর্তন দেখতে পেলাম।আর আমি ও বুঝে গেলাম ও অন্য একজনের সাথে প্রেম করে।এবং আমি ও আর কোনো যোগাযোগ করিনি ওর সাথে।  প্রেম এমন একটা জিনিস যা কোনোদিন ভোলা যায়না, আপনি যতই চেষ্টা করুন না কোনো প্রেম ভালোবাসা কোনদিনও ভোলা যায় না বা সম্ভব না। আর প্রথম প্রেম তো কোনো মতেই নয়। এ কথা সবাই জানেন যে, জীবনের প্রথম ভালোবাসার বিষয়টি আজীবন আলাদা আবেদন ধরে রাখে। এর কথা কখনো ভোলার নয়।

Related Posts

29 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No