আন্তর্জাতিক প্রশ্ন
বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও
আন্তর্জাতিক ব্যবস্থা,ভূ-রাজনীতি
– প্রথম বর্ণমালা উদ্ভাবন করে—ফিনিশীয়রা।
– এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন
করেছে— লােহিত সাগর ও সুয়েজ খাল।।
– ‘মেমােগেট’ কেলেঙ্কারিতে জড়িত দেশ—পাকিস্তান।
লৌহ ব্যবহার প্রথম শুরু করে যে
সভ্যতার লােকেরা হিট্টাইট।
নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয়—
মিউনিখ শহর থেকে। ।
শিলামুদ্রার দেশ হিসেবে বিখ্যাত ইয়াপ’
দ্বীপটি অবস্থিত মাইক্রোনেশিয়ায়। ‘
– পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়—
ব্যাবিলনের উত্তরে গাঁথুর শহরের ধ্বংসাবশেষে।
প্রাচীন মিসরের ফারাও তুতেনখামেন-এর
সমাধি আবিষ্কৃত হয় ১৯২২ সালে।
সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে ক্যালডীয়রা।
– চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
বেলফোর ঘােষণা হলাে— মধ্যপ্রাচ্যে।
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘােষণা।
২. আন্তর্জাতিক নিরাপত্তা ও
আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক : ০৪
– যে সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে
‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের
মাধ্যমে পেশ করা হয়— কোরিয়া সংকট।
– নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন
(NATO) প্রতিষ্ঠিত হয়—৪ এপ্রিল ১৯৪৯।
– বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের
মধ্যস্থতাকারী জিমি কার্টার।।
– ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির
নাম ডিউক অব ওয়েলিংটন।
– প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন
অনুষ্ঠিত হয়— ভিয়েনা, অস্ট্রিয়া।
– FBI— মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গােয়েন্দা সংস্থা।
– ‘টু পাক আমারু’ হচ্ছে- পেরুর
| একটি গেরিলা সংগঠন।
ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের
সীমান্ত বাহিনীর নাম-Frontex।
– Europol’র পূর্ণরূপ— European
Police Office
– দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার।
আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৭১।
আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল |
অবরােধ আরােপ করে- ১৯৭৩ সালে।
– যে জলপথ নিয়ে ইরাক ও ইরানের
মধ্যে বিবাদ ছিল— শাত-ইল-আরব। ||