আজকে আমরা জানব আউটসোর্সিং কাজ টা মুলত কি ? আমরা অনেকে আছি আউটসোর্সিং কি এইটা জানি না বা বুঝিও না। ত চলুন কথা না বারিয়ে মুল বিষ্যে চলে যায়
আউটসোর্সিং কাজ বলতে খাটি বাংলায় বুজায় অনলাইনে দিন মজুরের কাজ করা। আউটসোর্সিং কাজ হল পুরোটাই আপনার উপর নির্ভশিল।যদি আপনি চান সারাদিন কাজ করবেন তাহলে সারাদিন ই কাজ করতে পারবেন আবার যদি মনে করেন আপনি আজ আর কাজ করবেন না তাহলে তাই।তবে মনে রাখবেন আপনি যে রকম কাজ করবেন ঠিক সে রকম ই টাকা পাবেন।একজন দিন মজুর যে রকম দিন কাজ করলে টাকা পায় আর না করলে টাকা পায় না ঠিক সে রকম ই ।আপনি কাজ করবেন ত টাকা পাবেন কাজ করবেন না ত টাকা পাবেন না।অনেকে হয়তো ভাবতে পারেন এমন অনেকে আছে ১দিন কাজ আর ৭দিন কাজ করে না তারপরেও তার উপার্জন আছে ।হ্যা ভাই আছে এমন অনেকে যারা অনলাইনে প্রতিদিন কাজ করে না ,কিন্তু তারপরেও তার উপার্জন আছে।কারন সে আগে অনেক পরিশ্রম করছে প্রচুর পরিমানে।এজন্য তাকে এখন প্রতিদিন কাজ করতে হয় না তার আগের কাজ থেকেই সে উপার্জন করতে পারতেছে।কীভাবে একবার কাজ করে বার বার টাকা পাওয়া যায় সে সম্পর্কে আর একদিন বলব ।যদি আপনি আউটসোর্সিং হিসাবে কাজ করতে চান তাহলে আপনাকে প্রথমেই ইন্টারনেট সম্পর্কে ধারনা থাকতে হবে ।কেননা আউটসোর্সিং কাজ সম্পূর্নটাই ইন্টারনেটের কাজ।একজন আর একজন কে না দেখে কাজ করানো বা কাজ করাই হলো আউটসোর্সিং। আউটসোর্সিং কাজ গুলো সম্পুর্ন বিশ্বাসের উপর নির্ভশীল।কারন যে আপনাকে কাজ দিবে নাতো সে আপনাকে চিনে নাতো আপনি তাকে ।টাকা হারানোর ভয় থাকেই।আজ আর কিছু বললাম না।যদি লেখাটি ভাল লাগে তাহলে অব্যশই শেয়ার করবেন ।সবাইকে অসংখ্য ধন্যবাদ।