আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুরা, নতুন বছর আসলেই আমরা ভিনদেশিদের নকল করে আনন্দ উল্লাসে মেতে উঠি। থার্টি ফাস্ট নাইট উদযাপন করি। আনন্দ উৎসবের নামে কত কত পাপ কর্ম করে থাকি। অথচ রাসুলুল্লাহ (সাঃ) এবং রাসূলুল্লাহ সাল্লাম এর সাহাবীগণ নতুন বছরে নতুনমাসে কি আমল করতেন তা কি আমরা কখনো ভেবে দেখেছি!?
এই নতুন বছরের শুরুতে আজ আপনাদেরকে একটি ইসলামিক রীতিনীতি জানিয়ে দেব। জানাবো আজকে আপনাদের চমৎকার একটি দোয়া। আমাদের পূর্বপুরুষ বুযুর্গানে দ্বীন তাবে আইন সাহাবায়ে আজমাইন নতুন বছরের শুরুতে যে দোয়াটি উপর আমল করতেন। যে দোয়াটি তে রয়েছে পরবর্তী বছরের অর্থাৎ নতুন বছরের শান্তির কথা। নিরাপত্তার কথা। অর্থাৎ আল্লাহর পক্ষ হতে রহমত পাওয়ার কথা। তথা মহান রাব্বুল আলামিনের কাছ থেকে সন্তুষ্টি পাওয়ার কথা। ইসলামের ইতিহাসে আছে নতুন বছর আসলে সাহাবায়ে আজমাইন পরস্পর পরস্পরকে এই দোয়াটি শিক্ষা দিত। ঠিক যেমনটি আমাদেরকে কোরআন শিক্ষা দেয়।ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি আমাদের সন্তানদেরকে শিখাবো। বন্ধুবান্ধবদের কি শিখাব। নতুন বছরের পাশ্চাত্য কৃষ্টি-কালচার নকল না করে বরং আমরা সরাসরি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইব। এবং অন্যকে সাহায্য চাইতে উৎসাহিত করব ইনশাআল্লাহ। দোয়াটি আরবী উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি, ওয়াল ঈমানী, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামী, ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, ওয়া রিদওয়ানিম মিনার রাহমান। অর্থঃ হে আল্লাহ! তুমি আমাদের মাঝে এবছরকে এনে দাও নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে, শয়তান হতে হেফাজতের সাথে|পরম দয়ালু রহমানের সন্তুষ্টির সাথে|আল্লাহু আকবার। কতটা আবেগমিশ্রিত একটি দোয়া। এই দোয়ার শুরুতে মহান রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা চাইলাম, চাইলাম ঈমান, চাইলাম শান্তি, চাইলাম ইসলামের সাথে থেকে শয়তান থেকে হেফাজতের দোয়া। পরম দয়ালু মহান রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি জ্ঞাপন করে দোয়াটি শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা নতুন বছরের শুরুতেই আল্লাহর দরবারে গুনাহগার না হয়ে এই দোয়ার মাধ্যমে নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। এবং অন্যদেরকেও উৎসাহ প্রদান করি। যারা পিতা-মাতার খেদমত করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নতুন বছরে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। যারা দান সদকা করেন তাদেরকে আরো বেশি দান সদকা করা তৌফিক দান করুন। যারা এতিম-দুঃখী-নিঃস্ব ও ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা যাতে আরো বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করতে পারেন আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। মনে মনে পরিকল্পনা করে ফেলি গত বছর যে আমল করেছি তার দ্বিগুণ থেকেও যেন বেশি করতে পারি। সকল ঈমানদার ভাই বোনদের জন্য 2020 সাল যেন আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে ঈমান ও আমলের হেফাজত এবং আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি জ্ঞাপনের মাধ্যমে বেশি বেশি আমল করার মাধ্যমে শেষ হয় এই কামনা করেই এবারের মত বিদায় নিচ্ছি। ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।