হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম,
আজকের বিষয় = কিভাবে অনলাইনে লেনদেন করব ।
কিভাবে বিদেশি ডলার বা কয়েন সেল দিয়ে টাকা নিব ।
ডলার সেল দেওয়ার সঠিক পদ্ধতি ।
অনলাইন থেকে আপনি সাবধানে লেনদেন করুন।
তো ফ্রেন্ড অনলাইন থেকে আপনি কেন সাবধানে লেনদেন করবেন ? কারণ অনলাইনে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি , আমরা বিদেশী কাজগুলো কিন্তু আমরা বেশি করে থাকি । আর বিদেশি কাজগুলো কিন্তু সরাসরি বিকাশ বা রকেটে পেমেন্ট করে না । বিদেশী কাজ গুলো কিন্তু ডলার বা কয়েন দিয়ে থাকে । সেগুলো আমাদের নিতে হলে এককটি একাউন্ট দরকার । যেমন বিদেশী কয়েন বা ডলার নিতে হলে আমাদের কয়েনবেস , পেপাল , বা পেটিএম একাউন্ট দরকার হয়ে থাকে । আমরা কয়েন গুলো যাদের একাউন্ট আছে তাদেরকে আমরা কয়েন বা ডলার তাদের সেল দিয়ে থাকি । কিন্তু সেল করার পরে আপনার একটি কথা ভাববেন যে তারা কি সেল দেওয়ার পরে আপনাকে কি টাকাটা দেবে ? নিশ্চিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই তার কাছে প্রথমে 1 ডলার বা যদি থাকে এক হাজার কয়েন এরকম পাঠিয়ে দিয়ে দেখবেন । যদি আপনাকে প্রেমেন্ট করে তাহলে আপনি পরবর্তীতে বেশি করে ডলার বা কয়েন দিবেন আর হ্যাঁ কয়েন দেওয়ার আগে , আপনি তার পার্সোনাল নাম্বারটি নিবেন , এবং তার সাথে সরাসরি মোবাইলে কথা বলে নিবেন । তার সম্পর্কে আপনি সবকিছু ভালোভাবে জেনে নিবেন , এবং সে কি আপনাকে কয়েন বা ডলার এর টাকা দেবে নাকি দেবে না সে সম্পর্কে তার সাথে ফোনে আপনি ভালো ভাবে কথা বলবেন । অথবা আপনার যদি বাড়ির আশেপাশে যদি আপনার বড় ভাই থাকে তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সাথে কয়েন বা ডলার সেল দেওয়া নিয়ে ভালো ভাবে পরামর্শশ নিবেন । তারপর আপনি আপনার কয়েন বা ডলার সেল দিবেন ধন্যবাদ ।