শৈশবকালকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ সময়।
এই সময় কোন কিছুতেই মানা থাকে না। থাকে না কোন প্রকার দায় দায়িত্ব। তাই, জীবনের সবচেয়ে মধুর সময় হল শিশুকাল।
আমার অনেক বন্ধু ছিল। তাদের সাথে আমি রোজ খেলতে যেতাম, সাইকেল চালাইতাম, নদীতে সাতার কাটতাম।
আমার বয়স যখন ৫ বছর আমাকে স্কুলে ভর্তি করানো হয়। আমি অনেক মনযোগী ছিলাম। তাই সব শিক্ষক আমকে অনেক আদর করতেন। আমি ক্লাস শেষে সব বন্ধুদদের সাথে বাড়ি ফিরতাম।
১বছর পর আমার বাবা ঢাকা নিয়ে আসে আমাকে। আমি অনেক কান্না করি গ্রামে ফিরে যেতে চাইতাম। আস্তে আস্তে ঢাকাতে ৩ জন বন্ধু হয়। কিন্তু গ্রাম আর ঢাকার বন্ধুরা এক না। অনেক মজা করতাম তাও গ্রাম এর বন্ধুদের অনেক মিস করিতাম।
মাঝে মাঝে গ্রামে গেলে দেখা হত।কিন্তু আগের মত আনন্দ করার সময় পেতাম না। ২/৩দিন এর বেশিদিন থাকা সম্ভব হত না।
এখন তো অনেক বড় হয়েছি তাও আজও ভুলিনি তাদেরকে। এখন সবাই নিজ নিজ জীবনে অনেক ব্যস্ত। খুজে পাওয়া যায় না সবাইবাইকে এক সাথে।
এখন ও বার বার ফিরে যেতে মন চায় সেই দিনগুলিতে। হারিয়ে যাই স্মিতির পাতায়।
ভালোবাসি সেই দিনগুলিকে অনেক বেশি ।