বাচতে হলে জানতে হবে
সুস্থ ভাবে বাচতে হলে আমাদের জানার কোন বিকল্প নেইল।চলুন আজকে যেনে আসি ব্রংকাইটিস সম্পর্কে।আচ্ছা আগে আমাদের জানতে হবে ব্রংকাইটিস কি? শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকেই ব্রংকাইটিস বলে।ব্যাকটেরিয়া আক্রমণে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। অস্বাস্থ্যকর পরিবেশ ,স্যাঁতস্যাঁতে ধুলিকনা মিশ্রিত আবহাওয়া, ঠাণ্ডা লাগা ও ধূমপান থেকে এ রোগ হতে পারে।এই রোগ একবার কারো হলে বার বার হওয়ার সম্ভাবনা থাকে।সাধারনত শিশু অ বয়স্ক ব্যাক্তিরা এ রোগে বেশি আক্রান্ত হয়।চলুন এই রোগের লক্ষন গুলো দেখে আসি।
১,কাশি,বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট হয়।
২,কাশির সময় রোগীর বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয়।
৩, জ্বর হয় রোগী দ্রুত দুর্বল হয়ে পরে।
৪,শক্ত খাবার খেতে পারে না।
৫,কাশির সাথে অনেক সময় কফ বের হয়।
এর প্রতিকার আমরা যেভাবে করতে পারি।
১, ধমপান, মদ্যপান,তামাক বা সাদাপাতা খাওয়া বন্ধ করা।
২, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা।
৩,রোগীকে সহনীয় পরিবেশ অ শুষ্ক পরিবেশে রাখা।
৪,রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া।
আর যেভাবে আমরা প্রতিরোধ করতে পারি।
১,ধমপান, মদ্যপান,তামাক বা সাদাপাতা খাওয়ার অভ্যাস ত্যাগ করা।
২,ধুলাবালি ও ধোয়া পূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা।
৩,শিশু অ বয়স্কদের মাথায় যেন ঠাণ্ডা না লাগে সেদিকে খেয়াল রাখা।
আসা করি সবাই ব্রংকাইটিস সম্পর্কে জানতে পারলেন।
ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন।