বর্তমান যুগ অনেক আধুনিক। সকল ক্ষেত্রেই ডিজিটাল এর ছোয়া।প্রযুক্তি নির্ভর এই সময়ে মানুষ অতি সহজেই অনলাইনে আয় করতে সক্ষম হচ্ছে। অনলাইন থেকে টাকা আয় এখন শুরু হয়েছে বিষয়টি এমন নয়। আরোও অনেক আগ থেকেই চলে আসছে এই মাধ্যম। তবে বর্তমানে এর চাহিদা অনেক বেশি।মানুষ হুমড়ি খেয়ে পড়ছে অনলাইনে। আয় করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
অনলাইনে এতো ভালো ভালো কাজের যায়গার ভীড়েও কিছু খারাপ রয়েছে।
মানুষের এই আয়ের তাড়না কে পুজি করছে একদল মানুষরুপি অমানুষ।অনলাইন আয়ের পিছনে অন্ধের মতো ছোটা লোকগুলোকে মিথ্যা লাভের আশা দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছে।এরপর তারা উধাও হয়ে যায়।
এ-র ফলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।,যারা কাজের পিছনে ছুটছে কিছুটা আয়ের আশায়।
তাই আমাদের প্রত্যেকের উচিত কাজ করার পূর্বে কাজের বিস্তারিত জেনে নেয়া।কি কাজ,কার কাজ,কেমন কাজ এই সকল তথ্য সম্পর্কে অবগত হয়ে তারপর কাজ করা।
লোভনীয় বিজ্ঞাপন দেখেই লাফিয়ে বেড়ানো বন্ধ করতে হবে।
“এক ক্লিকেই লাখ লাখ ডলার”,”ঘুমিয়ে ঘুমিয়ে ১০০০০০ ডলার”, “বিজ্ঞাপন দেখেই এক দিনে ১০০০০ ডলার ” এই সকল মরীচিকা র পিছনে দৌড়ানো হবে নিতান্তই বোকামি।
ভালো কাজ শিখুন এবং বিস্বস্ত যায়গায় কাজ করুন।