অনলাইনের মাধ্যমে কাজের বিনিময়ে টাকা আয় করার মাধ্যমকে বলা হয়ে থাকে আউটসোর্সিং । আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রায় সকলের পছন্দের শীর্ষ পেশায় রয়েছে আউটসোর্সিং। বাহারী বিজ্ঞাপনের মোহে পরে অনেকে আজ হতাশাগ্রস্ত । আউটসোর্সিং এ প্রয়োজন দক্ষতা, আউটসোর্সিং এ প্রয়োজন যোগ্যতা। আজকাল দক্ষতা এবং যোগ্যতা না থাকলে কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব না।আউটসোর্সিং শুধুমাত্র কাজের ক্ষেত্র নয় এটি টাকা আয়ের একটি উৎস বলে বিবেচিত । অনেকে আজকাল পত্রিকা এবং বাহারী বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের কাজ ছেড়ে দিয়ে আউটসোর্সিং এর দিকে পা বাড়াচ্ছে। সঠিক কাজ না জানলে আউটসোর্সিং এ একাউন্ট খোলা ছাড়া আর কোন ধরনের কাজ এ করতে পারবেন না।অনেকে ভাবে শুধুমাত্র আউটসোর্সিং এ একাউন্ট খুললে টাকা আয় করা যায় না। আউটসোর্সিং এ টাকা আয় করতে হলে আগে কাজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ভালো কাজ শিখে কাজ শিখাই সবচেয়ে কল্যাণকর। আউটসোর্সিং এর ভালো খারাপ দুই দিকই রয়েছে।আউটসোর্সিং এ রয়েছে কাজ করার অনেক ক্ষেত্র।ভালো মানের কাজ শিখে মানুষ তার পছন্দের পেশায় ক্যারিয়ার গড়তে পারতে আউটসোর্সিংয়ে। আউটসোর্সিং এ কোন ধরা বাধা নির্দিষ্ট সময় নিয়ে কাজ করতে হয় না বিধায় আউটসোর্সিং এখন পছন্দের তালিকায় দখল করে নিয়েছে শীর্ষস্থান। আউটসোর্সিং মার্কেটপ্লেসে কাজ পাবার বিরাট সম্ভাবনা থাকায় দক্ষ লোকের খুব প্রয়োজন। শুধুমাত্র দক্ষতা অর্জনের লক্ষে কাজ করে আপনি আপনার সফল ক্যারিয়ার গড়তে পারবেন আউটসোর্সিং এর মাধ্যমে।
আজকাল অনেকে আউটসোর্সিং এর বাহারি বিজ্ঞাপন এ আকৃষ্ট হয়ে আউটসোর্সিং জগতে প্রবেশ করেন।কিন্তু তারা তাদের পছন্দের বিষয় বুঝে উঠে নিতে পারেন না বিধায় একসময় তারা হতাশাগ্রস্ত হয়ে পরেন। তাছাড়া শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিং না করে এখন তারা আউটসোর্সিং এর পাশাপাশি লেখাপড়া করছে। ফলে এক দিক দিয়ে তাদের যেমন লেখাপড়ার ক্ষতি হচ্ছে সেই সাথে তাদের মূল্যবান সময়টুকু নষ্ট হচ্ছে।অনেক চাকরিজীবি তাদের মূল্যবান চাকরি ছেড়ে পা বাড়াচ্ছে আউটসোর্সিং এ।ফলে তারা যদি সঠিক কাজ না জেনে থাকে তাহলে এইখানে পুরোপুরি হতাশ হতে হবে। একদিকে মূল্যবান চাকরি গেল সেই সাথে সাথে হলো না আউটসোর্সিং । যুগে যুগে , কালে কালে জ্ঞানীদের কদর সর্বক্ষেত্রে বিরাজমান। আপনি আউটসোর্সিং করার জন্য আপনি আপনার পড়াশোনা , আপনার চাকরি ছাড়ার দরকার নেই। বরং আপনি ভালো কোন প্রতিষ্ঠান থেকে সময় বেশি নিয়ে হলেও যদি ভালো মানের কাজ শিখে থাকেন তাহলে কেউ আপনার সফলতা অর্জনেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেনা।আপনি বেকার হয়ে থাকলে আউটসোর্সিং এ না আশাটা কল্যাণকর। কারণ আপনি আউটসোর্সিং এ যদি কাজ ভালোভাবে শিখতে না পারেন তাহলে আপনার সময় ও নষ্ট হবে সেই সাথে আপনি হতাশার মায়াজাল এ পড়ে যাবেন। তাই সবার আগে আপনার লেখাপড়া ঠিকভাবে করতে হবে। সেই সাথে আপনার প্রধান কাজগুলো করতে হবে ঠিকভাবে। তার ফলে আপনি আউটসোর্সিংয়ে কোন কারনে সফল না হলেও আপনি অন্য যেকোনো ধরনের কাজ করে সফলতা অর্জন করতে পারবেন। পড়াশোনার বিকল্প আউটসোর্সিংকে না ভেবে আউটসোর্সিং এর বিকল্প পড়াশোনাকে ভাবুন। সেই সাথে ভালোমানের কাজ শিখার উপর গুরুত্ব দিতে হবে। আপনার ভালো মানের কাজ জানা থাকলে আপনি সফল হবেনই।
মাইক্রো ফ্রিল্যান্সিং জব করে প্রতিদিন আয় করুন ৪-৫ ডলার
ইন্টারনেটের কল্যাণে এখন প্রায় সবাই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। একইসাথে সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়া গুলোতে মানুষের সক্রিয় থাকার সংখ্যাও...