একটা শিশুর জন্ম সবার জন্য আনন্দ নিয়ে আসে। কিন্তু কারো কারো জন্ম সাময়িক আনন্দ নিয়ে আসলেও সবার জন্য বিরক্তি, রাগ, অশান্তি নিয়ে আসে।হয়তো সবাই তার অনিষ্ট চায় না, সে মরে যাক সেটাও চায় না কিন্তু সে যদি সবার থেকে দূরে দূরে থাকে, চিরকালের জন্য চলে যায় দূরে কোথাও সবাই খুশি ই হবে।ভালো থাকবে।টবেলা থেকে ই সবার অবহেলা অনাদর সহ্য করে বেঁচে আছি। কখনো কখনো মনে হয় কেন এলাম এই পৃথিবীতে ? আর যদিও বা এলাম তাহলে সবাই আমায় এতো ঘৃণা কেন করে? কেও কেন আমায় ভালবাসে না? অনেক আগে ই আমি বুঝে গেছি যে এই পৃথিবীতে তো অনেক মানুষ কিন্তু আমায় ভালবাসার মত কেও নেই। কেও ভাবে না আমার কথা। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে ই সব খারাপ, অশান্তি সব কিছুর জন্য সব সময় আমাকেই দায়ী করা হতো। আমি নাকি অলক্ষ্মী। সব কিছু নাকি আমার দুর্ভাগ্যের জন্য হয়। কিন্তু আমার কি দোষ? আমি কেন এত অবহেলিত হই সব সময়? আমি তো বলি নি আমাকে জন্ম দিতে,আমি তো বলি নি আল্লাহকে আমায় এই দুনিয়ায় পাঠাতে। তাহলে কেন ? আমাকেই কেন সব কিছুর জন্য দায়ী করা হয় সব সময়।খুব ছোটবেলা থেকেই সবার অবহেলা অনাদর আর ঘৃণা সইতে সইতে কারো থেকে ভালবাসা পাওয়ার আশা আমি ছেড়েই দিয়েছি। কারো থেকে কিচ্ছু চাইবার নেই আমার। কারো কাছে ই না। আমার ইচ্ছে পড়াশোনা শেষ করে কোনো একটা চাকরি নিয়ে দূরে কোথাও চলে যাবো।সবার থেকে দূরে। যেখানে এমন কেও থাকবে না যে আমায় চেনে,যে আমায় অবহেলা করবে ,ঘৃণা করবে। আর আমি চলে গেলে জানি সবাই খুব ভালোই থাকবে।খুব ভালো।কারো থেকে কোনো আশা নেই আমার। শুধু এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে তিনি যেনো আমায় আমার স্বপ্ন পূরন করার সামর্থ দান করেন।আমার সহায় হন সব কঠিন সময়ে।
সামাজিক যোগাযােগ ওয়েবসাইটগুলাে ব্যবহারের নৈতিক দিকগুলাে আলােচনা
বিসমিল্লাহি রহমানের রাহিম সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ আসসালামুয়ালাইকুম আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল...