আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন ।প্রিয়তারকাদের ব্যক্তিগত ও পেশাগত খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভক্তদের মাঝে সব সময় কৌতুহল থাকে । বাংলা সিনেমা প্রেমি দর্শকদের সেই চাহিদা বিবেচনায় আমরা হাজির হয়েছি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের কার প্রথম সিনেমা কোনটি। ১২। কাজী মারুফ , প্রখ্যাত পরিচালক কাজী মারুফ। বাবার পরিচালনায় ২০০২ সালে ইতিহাস সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন মারুফ । প্রথম সিনেমা দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১১। রিয়াজ, যার পুরো নাম রিয়াজ উদ্দিন সিদ্দিক। তিনি একাধারে একজন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন রিয়াজ । ১০। আমিন খান, বাংলা সিনেমার সবচেয়ে সুদর্শন নায়ক একজন ছিলেন আমিন খান। বেশ অনেক সময় ধরে সিনেমা জগতে রাজ করেছেন তিনি । ১৯৯৩ সালে অবুঝ দুটি মন সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন । ০৯। জাহিদ খান, ২০০৮ সালে ভালবাসা ভালবাসা সিনেমা দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। ০৮। নিরব, সাখাওয়াত হোসেনের নীরব একজন বাংলাদেশী চলচ্চিত্রের অভিনেতা এবং মডেল । ২০০৯ মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন। ০৭। ইমন, শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ২০০৭ সালে দারুচিনি দ্বীপ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ০৬। সাইমন সাদিক, শুরুটা করেছিলেন জ্বি হুজুর সিনেমা দিয়ে ২০১২ সালে। ০৫। বাপ্পি চৌধুরী, বাংলা সিনেমা তরুণ নায়ক বাপ্পি চৌধুরী। ২০১২ সালে ভালবাসার রং সিনেমা দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। ০৪। আরেফিন শুভ, ২০১২ সালে। জাগো চলচ্চিত্র দিয়ে সিনেমার জগতে পদার্পণ করেন। ০৩। অনন্ত জলিল, ২০১২ সালে খোঁজ দি চার্চ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। ০২। ফেরদৌস, তার ইচ্ছা ছিল সাংবাদিক হওয়ার। জড়িয়ে গেছেন বিনোদন জগতের সঙ্গে । তার অভিনীত প্রথম সিনেমা বুকের ভেতর আগুন সিনেমা দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন । ০১। সাকিব খান, যাকে বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র বলা হয়। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি সাকিব নামে বেশি পরিচিত। অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন। ধন্যবাদ সবাইকে।
Radhe Shyam: Udd Jaa Parindey Watch
Young stars Prabhas and Pooja Hegde are playing the lead roles in the upcoming Telugu film Radhe Shyam. Photo director...