আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আজ আমি গ্রাথর সাইটে আমার প্রথম আর্টিকেল লেখছি।গ্রাথর সাইটকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আর্টিকেল লিখে উপার্জন করার সুযোগ করে দেওয়ার জন্য।এতে করে আমরা আমাদের প্রতিভাকে বিকশিত করতে পারছি এবং প্রতিদিন নতুন কিছু জানতে পারছি।
তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের কাছে ১০ টি টিপ্স বলবো।যেইগুলা বছরের শুরু থেকে পালন করলে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো রেসাল্ট করতে পারবেন।
১.সঠিক পরিকল্পনা
পৃথিবীতে যতো মানুষ সফল হয়েছে তার মধ্যে ৯৮% মানুষ সফল হওয়ার প্রথম কারন হলো তাদের সঠিক পরিকল্পনা।তাই স্টুডেন্টদের তাদের সঠিক পরিকল্পনা অনুযায়ি পড়াশোনা করতে হবে।
২.মুখস্ত না করে পড়া বুঝে পড়ুন।
কারন মুখস্ত করতে সময় অনেক বেশি লাগবে।এবং মুখস্ত করলে পড়া বেশিদিন মনে থাকে না।আর পড়া বুঝে পড়লে অল্প সময়ে অনেক বেশি পড়া যায় এবং তা অনেকদিন মনে থাকে।তাই পড়া মুখস্ত করার থেকে বুঝে পড়াকে গুরুত্ব বেশি দেন।
৩.পড়ার পর খাতায় লিখুন।
আপনি কোনোকিছু পড়ে যদি খাতায় লেখেন,তাহলে সেই পড়াটি আপনি সহজে ভুলবেন না।এবং বেশি বেশি খাতায় লেখার ফলে আপনার হাতের লেখার গতি বারবে এবং লেখা আগের থেকে অনেক সুন্দর হবে।ছাত্রজীবনে পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য এই গুনটি অনেক দরকারি।
৪.আজকের পড়া আজকে শেষ করুন,আগামীকালের জন্য ফেলে রাখবেন না।
আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখলে কখনই তা শেষ করতে পারবেন না।ফলে রেসাল্ট ভালো করার জন্য এই গুনটির বিক্লপ নেই।
৫.ক্লাসে সব থেকে ভালো ছাএের সাথে প্রতিযোগিতা করুন।
ফলে আপনি নিজে পড়ার আগ্রহ পাবেন।এবং আরো ভালো পরীক্ষা দিতে পারবেন।
৬.অযথা ফেসবুকে সময় নষ্ট করবেন না।
আপনি যদি লেখাপড়া না করে সারাদিন ফেসবুকে বাজে সময় নষ্ট করেন তাহলে আপনি নিদিষ্ট সময়ে সিলেবাস শেষ করতে পারবেন না যার ফলে আপনার পরীক্ষা ভালো হবে না।এবং ভালো স্টুডেন্টরা কখনোই এই কাজটি করে না।
৭.ভালো স্টুডেন্টদের সাথে সুসসম্পর্ক গড়ে তুলুন।
এর ফলে আপনি তাদের কাছ থেকে অনেক পড়ালেখার টিপ্স পাবেন।এবং কিছুদিন পর নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
৮.রুটিন করে পরুন।
এটি একটি ভালো স্টুডেন্টের গুন।এর ফলে পড়ায় ধারাবাহিকতা বজায় থাকে।এবং নিদিষ্ট সময়ের আগে পড়া শেষ করা যা। তাই অবশ্যই পড়ার জন্য রুটিন তৈরি করবেন।
৯.স্কুলের নানা কমসূচিতে অংশগ্রহণ করুন।যেমন:বইমেলা,বাৎসারিক আয়োজ, বিদায় অনুষ্টান।
এতে করে আপনার মেধাবিকাশ ঘটবে।এবং অনেক অভিজ্ঞতা হবে।তাই অবশ্যই অংশগ্রহণ করুন এইসব কর্মসূচিতে।
১০.আপনি যেই পড়াটা বুজেঁঁছেন তা অন্যকে বুজাতে চেষ্টা করুন।
যদি আপনি অন্যকাওকে সেই টপিকটা ভালোভাবে বুজাতে পারেন তাহলে মনে করবেন সেই টপিকটি আপনার ভালো ভাবে আয়ত্ত করতে পেরেছেন।
আমি লেখালেখি করার জন্য এই সাইটটা পেয়ে খুবই আনন্দিত।যদি আপনার বন্ধুকেও ভালো রেসাল্ট করতে সাহায্য করতে চান তাহলে এই লেখাটা অবশ্যই তার কাছে শেয়ার করবেন।আজ এই টুকুই।
এইরকম আরও ভালো আর্টিকেল পেতে অবশ্যই গ্রাথর এর সাথেই থাকবেন।ভালো থাকবেন সবাই বায়