সময় এক করুণ সত্যের নাম। আমরা আমাদের হারিয়ে যাওয়া সময়কে কখনো আটকাতে পারিনা। পারিনা হারানো সময়কে কখনো ফিরে আনতে।তাই আমাদের উচিত নিজের মাঝে সময়ের কাজ সময়ে করার অভ্যেস গড়ে তোলা । সবকিছু ফিরে পেলেও হারিয়ে যাওয়া সময় কখনোই ফিরে আসেনা। সময়কে গুরুত্ব দিতে শিখুন দেখবেন জীবনটাই পাল্টে গিয়েছে। যুগে যুগে কালে কালে মনীষীরা সফল হয়েছেন কেন জানেন?কারণ তারা সময়ের সদ্যব্যবহার করেছেন। সময়কে যারা সঠিকভাবে কাজে লাগিয়েছেন জীবন যুদ্ধে তারাই জয়ী হয়েছেন। আজ আপনি সময়কে গুরুত্ব দিবেন দেখবেন সময় ও আপনার প্রতি সমীহ করবে।এখন আসি সময় সময় বলছি আসলে সময় জিনিস তা কি?আপনি কখনো খেয়াল করে দেখেছেন যদি কখনো ঘরির কাটা নিজে চলে আপন গতিতে। চলে বহমান নদীর মতো । আপনি আজ খেললেন না, পড়লেন না,কিংবা কোন কাজ করলেন না তাহলে সময় কী আপনার জন্য বসে থাকবে? মোটেও না। কারণ যে যায় সে আর কখনো ফিরে আসে না।কঠিন কথা হলেও এই কথাটি চিরন্তন সত্য। আমরা যদি কোন সফল ব্যক্তিকে দেখি তখন ভাবতে থাকি যদি আমরাও কোনদিন এমন হতে পারতাম?কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সফল এর তকমা লাগাতে গিয়ে তার কতটা কঠিন পথ পারি দিতে হয়েছে?কারণ সফলতা এমনি এমনি ধরা দেয় না। সফল হতে হলে অনেক কষ্ট করতে হয় হয়। সময়ানুবর্তিতার গুরুত্ব তাই যুগে যুগে কালে কালে অপরিসীম । তাই ছাত্রাবস্থায় আপনাকে সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। শুধু জানলেই চলবে না সেইটা জীবনে ধারণ করতে হবে। ছাত্রাবস্থায় যদি আপনি এই গুণ অর্জন করতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবেনা। একজন ছাত্র যদি ছোটবেলায় নিজের মাঝে এই গুণ অর্জন করতে পারে তাহলে তার মাঝে সময়ের কাজ সময়ে শেষ করার প্রবণতা তৈরি হবে। তার মাঝে সময় অপচয়ের প্রবণতা কমে যাবে । তার মাঝে এই পরিবর্তন দেখে অন্যরাও উৎসাহীত হবে। আজকের ছাত্ররাই আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে। আগামী দিনে দেশের দায়িত্ব বহন করবে। তাই আমাদেরও উচিত তাদের মাঝে সঠিক শিক্ষা পৌঁছে দেয়া। সময়ানুবর্তিতার চর্চা শুরু করতে হবে পরিবার থেকে। কারণ পরিবার মানুষকে প্রাথমিক শিক্ষা প্রদান করে। তাই পরিবার থেকে যদি মানুষ সময়ানুবর্তিতার চর্চা শুরু করে তাহলে তাদের মাঝে সময়ের কাজ সময়ে করে নিজের মাঝে সময়কে শ্রদ্ধা করার প্রবণতা তৈরি করবে। যা তাকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা তৈরি করবে। তাই আমাদেরও উচিত সময়ের কাজ সময়ে করে নিজের মাঝে সসময়ানুবর্তিতার চর্চা শুরু করে দেওয়া।
এক ক্লিকে 500 টাকা ইনকাম এইসব খবর থেকে সাবধান
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। প্রত্যেকটি মানুষ এর নিজের কিছু স্বপ্ন থাকে,ইচ্ছা থাকে নিজের পায়ে কিছু...