Cheap price backlink from grathor: info@grathor.com

পর্দা (নিয়ম) মেনে ফেসবুক ব্যবহার করুন

ফেসবুক আইডি আপনার , মোবাইল আপনার , পাসওয়ার্ড আপনার দেওয়া অতি সিক্রেট অর্থাৎ গোপনীয়।  তাই আপনার ফেসবুক ওয়াল আপনি কিভাবে ব্যবহার করবেন, কী পোস্ট করবেন , তাও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কিছু জিনিস আছে যা ফেসবুক ব্যবহার করার সময় আপনাকে অবশ্যি মনে রাখতে হবে বা আপনার মনে রাখা উচিত ।

 

আমরা যারা ফেসবুক ব্যবহার করি সবাই হয়তো একই উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করি না। একেক জন একেক উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করে থাকি। কেউবা দক্ষতা উন্নয়নের জন্য (skills development) , কেউবা নতুন কিছু শিখতে(to learn new things),  কেউ শুধু সময় কাটানোর জন্য( time pass) ব্যবহার করি। উদ্দেশ্য ভিন্ন হলেও আমরা যদি ফেসবুক ব্যবহারের সময় কিছু নিয়ম মেনে চলি ,তবে নিজের নিরাপত্তা ও ইমেজ রক্ষা পায়।

 

তাই ফেসবুক ব্যবহারের সময় যেসব সাধারন  নিয়ম মেনে চলা দরকার। সেগুলো হলো-

১) প্রথম নিয়মটা আমাদের সবার জন্য প্রযোজ্য । সেটা হলো- অপরিচিত কাউকে “ friend request?/ add friend “ না করা ।

২) অপরিচিত কাউকে ইনবক্সে (inbox) মেসেজে অযথা hi/hello না করা। তবে কেউ যখন আপনাকে মেসেজ দিবে তখন স্বাভাবিক ভদ্রতার খাতিরে সেই মেসেজের উত্তর দেওয়া।

৩) “দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ” – এই কথাটি যেমন আমাদের বাস্তব জীবনের জন্য প্রযোজ্য তেমনি ফেসবুকের জন্যও । আমরা অনেক সময় আমাদের বন্ধুদের ফেসবুক ওয়ালে মজা করে কিছু লিখে আসি। এই কাজটি করা উচিত নয়। হোক সেটা ঘরের দেওয়াল বা ফেসবুক দেওয়াল। এটা উভয়ের জন্য বিভ্রান্তিকর।

 

৪) আপনার কোনো বন্ধুকে কোনো পোস্ট, ছবি বা লেখায় যুক্ত(Tag)/ ট্যাগ  করার আগে তার অনুমতি নেওয়ার চেষ্টা করুন। অনুমতি ছাড়া যুক্ত বা ( tag)/ ট্যাগ  করবেন না। হয়তো এটা তিনি পছন্দ নাও করতে পারেন।

 

৫) “ফেসবুক-কে নিজের বাড়িঘর বানিয়ে ফেলবেন না।“ – আমরা অনেকেই আছি যারা মাঝেমধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। নিজের বাড়িঘর মনে করে ফেসবুকেও যা মন চাই , তা পোস্ট বা লিখে দেই।

 

৬) “অপরিচিত কেউ দরজায় এলে দরজা খুলবেন না।আগে যাচায় করুন, তারপর খুলুন”- ঠিক এই ধরনের সাবধানতা মেনে চলতে হবে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে। অপরিচিত বা (Unknown) অথবা  (people you may know) – এই ধরনের কারো কাছ থেকে (friend request) বা বন্ধুত্বের আহবান আসলে আগে যাচায় করুন তারপর যুক্ত করুন।

৭)আপনি কী একটি ফেসবুক গ্রুপ খুলেছেন? বা মেসেঞ্জারে চ্যাট (chat group)? আপনাকে অভিনন্দন! তবে আপনার গ্রুপে কাউকে মেম্বার এড করার আগে তার অনুমতি নিয়ে নিন।

 

৮) “ বাড়ি থেকে বের হওয়ার আগে দরজায় তালা মারুন।“ বাড়ি থেকে বের হয়েছেন? দরজায় তালা দিতে ভুলে গেছেন? সর্বনাশ!! চোর যে কোনো সময় ঢুকে……………….!!!!! তাই ঘর থেকে বের হতে হলে আগে যেমন তালা দিতে হয়। ঠিক তেমনি বাড়িতে ,অফিসে কিংবা যে কোনো জায়গা থাকাকালিন মোবাইল ,কম্পিউটার বা যে কোনো ডিভাইস থেকে লগিন করলে আবার লগ আউট করে অর্থাৎ দরজায় তালা দিয়ে বের হতে ভুল করবেন না।

 

৯) আপনি বা আপনার বন্ধু যেই হোন না কোনো কোনো নেতিবাচক পোস্টে লাইক বাঁ কমেন্ট করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আপনার করা নেতিবাচক পোস্ট বা লেখা অন্যকে নেতিবাচক দিকে প্রভাবিত করতে পারে। আবার আপনার বন্ধুর করা পোস্ট আপনাকে নেতিবাচক করে দিতে পারে।

১০) নিজে ইতিবাচক থাকুন ,অন্যকে ইতিবাচক থাকতে সাহায্য করুন।

১১)” চিলে কান নিয়ে গেছে??”- চিলে কান নিয়ে গেছে- একথা শুনে চিলের পিছে দৌড়ানোর আগে যেমন কানে হাত দিয়ে পরখ করা দরকার ।তেমনি ফেসবুকে “ শেয়ার করে ছড়িয়ে দিন” পোস্ট বাঁ লেখা দেখে ছড়িয়ে দেওয়ার আগে আমাদের কী উচিত না লেখা টা যাচায় করে দেখা? হ্যাঁ, ফেসবুকে কোনো লেখা বাঁ ছবি ছড়িয়ে দেওয়ার আগে যাচায় করে দেখুন। নিজে না পারলে গুগল(https://www.google.com/) মামারে জিজ্ঞেস করেন। মামা ইনশাআল্লাহ আপনার সকল সন্দেহ দূর করে দিবে।

 

১২) আমরা প্রায়ই সময় দেখি যে, কিছু নিখোঁজ বিজ্ঞপ্তি আমাদের ফেসবুক ওয়ালে ঘুরছে। চেক করলে দেখা যায় , সংবাদটি প্রায় ২/৩ বছর আগের। তাই এধরনের সংবাদ শেয়ার করার আগে যাচায় করুন দিন ও তারিখ।

 

সুতরাং এধরনেরর আচরনের সাথে আমরা সবাই পরিচিত। এবং জড়িত। তাই নিজে ভালো থাকতে রবং অন্যকে ভালো রাখতে এধরনেরকাজ গুলো করা থেকে বিরত থাকি।

Related Posts

19 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No