বিসমিল্লাহি রহমানের রাহিম
জীবজগতে সালােকসংশ্লেষণের গুরুত্ব
সালােকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া । এ বিক্রিয়ার মাধ্যমে এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে । নিচের সংক্ষিত আলােচনা থেকে সালােকসংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে ।
বিশ্বজুড়ে এ বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ করে কোনাে কোনাে বিজ্ঞানী এ প্রাক্রয়াকে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন । সমস্ত শক্তির উৎস হলাে সূর্য । একমাত্র সবুজ উদ্ভিদই সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে । কোনাে প্রাণীই তার নিজের খাদ্য প্রস করতে পারে না ।
আমরা খাদ্য হিসেবে ভাত , রুটি , ফলমূল , মাছ , মাংস , দুধ , ডিম ইত্যাদি যা – ই গ্রহণ করি না কেন , তার সবই প্রত্যক্ষ বা পরােক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি । কাজেই খাদ্যের । জন্য সমগ্র প্রাণিকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল , আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় ।
কাজেই বলা যায় , পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় । সালােকসংশ্লেষণের মাধ্যমে । পরিবেশের ভারসাম্য রক্ষায় , বিশেষ করে O , ও COx – এর সঠিক অনুপাত রক্ষায় সালােকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে । বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20 . 95 ভাগ এবং co , গ্যাসের পরিমাণ 0 . 033 ভাগ । পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয় ।
এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে । আমরা জানি , সব জীবেই ( উদ্ভিদ ও প্রাণী ) সব সময়ের জন্য শ্বসনক্রিয়া চলতে থাকে । শ্বসন । প্রক্রিয়ায় জীব ০ , গ্রহণ করে এবং CO , ত্যাগ করে । কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে 0 , গ্যাসের স্বল্পতা এবং CO , গ্যাসের আধিক্য দেখা দিত । কিন্তু সবুজ উদ্ভিদ সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO , গ্রহণ করে এবং O , ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে O , ও CO , গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে ।
তবে বর্তমানে অধিক হারে বন – জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এ দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে , কাজেই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে । মানবসভ্যতার অগ্রগতি অনেকাংশে সালােকসংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরােক্ষভাবে নির্ভরশীল ।
অন্ন , বস্ত্র , শিল্পসামগ্রী ( যেমন নাইলন , রেয়ন , কাগজ , সেলুলােজ , কাঠ , রাবার ) , ঔষধ ( যেমন কুইনাইন , মরফিন ) , জ্বালানি কয়লা , পেট্রল , গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায় । তাই সালােকসংশ্লেষণ না ঘটলে মানবসভ্যতা ধ্বংস হবে , বিলুপ্ত হবে জীবজগৎ । সুতরাং সালােকসংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া ।
শুধু তা – ই নয় , আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় , তখন এখানে কোনাে গ্যাসীয় অক্সিজেন ছিল না ।
আদি উদ্ভিদ সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে এই পৃথিবীকে আমাদের জন্য বাসযােগ্য করে দিয়েছিল ।
আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আল্লাহ হাফেজ