তোমার জীবনে এই মুহুর্তে যত কষ্ট থাকুক না কেন,যত দুঃখই তোমার অস্তিত্বকে গ্রাস করে ফেলুক না কেন, অসফলতার অাগুনে পুড়ে তোমার পরিচয় আজ বিনাশের পথেই বা এসে দাঁড়াক না কেন, আমি একটা কথা তোমাকে বলতে চাই এটাই শেষ নয়।তোমার গল্পের শেষ কখনোই এভাবে হতে পারেনা।তোমার জীবনের কবিতার শেষ ছন্দে কিছুতেই কষ্টের বাণী লেখা থাকতে পারেনা।আমি জানি তোমার পরিস্থিতি সত্যি খারাপ। তোমার মনে অলরেডি ডিপ্রেশন বাসা বেঁধে ফেলেছে। কিন্তু বস বিশ্বাস করো তুমি যাস্ট একটা ট্রাপ এ আটকা আছো।মাকড়সার তৈরি জালে যেমন একটা ছোট্ট পোকা আটকে যায় ঠিক তেমনি তুমি জীবনের তৈরি জালে আটকে পড়েছো।একটু সময় দাও,একটু সময় দাও জীবনের এই চ্যাপ্টার টা শেষ হতে।যেমন একটা বইয়ের সব চ্যাপ্টার কখনোই কঠিন হয়না,তেমনি জীবনের এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার টাও কঠিন হবেনা।আর যতদিন এই কষ্ট এই স্ট্রাগল তোমার জীবনে আছে সেই সময়টার সদ্ব্যবহার করো,এই দুঃখ কষ্টই কারো চরিত্র ঘটন করে আবার কারো চরিত্র বিগড়েও দেয়।ইতিহাস সাক্ষী আছে যে যে এই কষ্ট কে হাতিয়ার বানিয়ে নিজের চরিত্র গঠন করতে পেরেছে পুরো পৃথিবী একদিন উঠে দাড়িয়ে তার জন্য হাততালি দিয়েছে। আর তুমি যদি কাঁটায় ভরা পথটা একবার অতিক্রম করে যেতে পারো ঘুরে দাঁড়িয়ে তুমি তোমার মতো আরো অনেক জনকে হাত ধরে এই রাস্তা পার করে দিতে পারবে।এই মুহূর্তে এই পৃথিবীতে শারীরিক সমস্যায় ভোগা মানুষের থেকে মানসিক সমস্যায় ভোগা মানুষের সংখ্যা অনেক বেশী। প্রায় প্রত্যক মানুষ এই মুহুর্তে কোনো না কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার তুমিই চয়েজ করো তুমিও সেই লাইনে তাদের পিছনে দাড়াবে আর ভীরে হারিয়ে যাবে।নাকি ঘুরে দাঁড়িয়ে ফাইট করবে আর নিজের সম্পূর্ণ নতুন একটা লাইন তৈরী করবে।এই যে তুমি আজ ডিপ্রেশড তার প্রধান কারণ হলো বহুদিন ধরে তোমার নিজেকে সবার থেকে পিছিয়ে পরা একজন মানুষ মনে করা। তুমিতো ধরেই নিয়েছো এই পৃথিবীতে তুমিই সবচেয়ে অচল,তুমিতো ধরেই নিয়েছো তোমার জীবন থেকে দুঃখ কষ্ট কোনোদিন শেষ হওয়ারই নয়।আমি এটা বলতে পারছি কারণ আমি নিজেও এই সময়ের মধ্যে দিয়ে গেছি,আমি তোমাদের সিচুয়েশন খুব ভালোভাবে ফীল করতে পারি,কিন্তু এবার সময় এসেছে তোমার এই ভুল বিশ্বাস ভাঙ্গার।এবার সময় এসেছে সমাজের গতে বাধা নিয়মকে ভুল প্রমাণ করে নিজেকে সেরা বানানোর, এই মুহুর্তে উঠে দাঁড়াও আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো এটাই শেষ নয়।হতে পারে আমি পরীক্ষায় এবারে ফেল করেছি কিন্তু এটাই শেষ নয়,হতে পারে আমাকে কেউ কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে কিন্তু এটাই শেষ নয়। হতে পারে আমার চাকরিটা চলে গেছে কিন্তু এটাই শেষ নয়। হতে পারে ব্যবসায় আমার সব টাকা ডুবে গেছে কিন্তু এটাই শেষ নয়। হতে পারে এতোদিন চেষ্টার পরেও ক্লাবের প্রথম ১১ জন প্লেয়ারের মধ্যে আমার সিলেকশন হয়নি কিন্তু এটাই শেষ নয়। হতে পারে দিনে ১০ ঘন্টা পড়েও গভঃ এক্সামের ফাইনাল রাউন্ড ইন্টারভিউ তে আমি রিজেক্ট হয়ে গেছি কিন্তু এটাই শেষ নয়। এটা শুধুমাত্র আমার জীবনের একটা চ্যাপ্টারের শেষ আর পরের চ্যাপ্টারের রাইটার আমি নিজে হবো, যা কষ্ট দেওয়ার যা যন্ত্রনা দেওয়ার এখনি আমাকে দিয়ে দাও কারণ যতো বেশি যন্ত্রনা তুমি আমাকে দিবে আমি তত বেশি কঠিন নিজেকে বানাবো।যত বেশি স্ট্রাগল তুমি আমাকে দিবে আমি তত বেশি সামর্থবান নিজেকে বানাবো। যত বেশি কষ্টের আগুনে অাজকে আমাকে জালাবে আমার আলোর ছটা ততোদূর অবধি ছড়িয়ে পড়বে কারণ আমি হলাম উইনার।আর উইনাররা কখনো হারে না।
নাক দিয়ে পানি পড়া একটা ভাইরাস – আসুন জেনে নিই
নাক দিয়ে পানি পড়া একটা ভাইরাস ঃ আসুন জেনে নিই সতর্কতা মূলক পোস্ট, আপনারা সতর্ক থাকুন আর সুস্থ থাকুন। নাক...