হেই বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো?
আমি কিন্তু মোটেই ভালো নাই।
টিভি,ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, যেকোন সোশাল মিডিয়াতে একটাই খবর,হু হু করে বাড়ছে করোনা ভাইরাস। বাতাসের থেকেও বেশে গতিতে বেড়ে চলেছে।
এর মাঝেও আপনাদের মাঝে এসেছি একটা ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে।
এটি একটি বাংলাদেশি ওয়েব সাইট।
তবে প্রিয় বন্ধুরা এটা কোন ইনকামের ওয়েব সাইট না।এটা বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব সাইট।
যদি আপনার বাসায় টিভি না থাকে তাহলে নিশ্চয় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
বিশেষ করে বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক খবর জানতে।তাছাড়াও পরীক্ষণ এবং চাকরির খবরাখবর ও ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
চলুন তাহলে পরিচিত হওয়া যাক সেই জনপ্রিয় ওয়েব সাইট এর সাথে।এটা এমন একটা ওয়েব সাইট,যার মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্তের খবরাখবর পাবেন অতি অল্প সময়েই।
সাইটির নাম হলো= জাগো বিডি/ jago bd
বন্ধুরা এই ওয়েব সাইটের মাধ্যমে আপনারা বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। এতে করে আপনার বিদ্যুত খরচ সাশ্রয় হবে।
লাইভ খবর দেখতে পারবেন, যেকোন খেলা,,,ক্রিকেট, ফুটবল, হাডুডু, তাছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় খেলা দেখতে পারবেন।
তাছাড়াও বিভিন্ন ধরনের বিনোদনের বিষয়ে জানতে পারবেন,বিভিন্ন ধরনের কার্টুন দেখতে পারবেন,আপনার প্রিয় শিল্পীদের গান শুনতে পারেন,নৃত্য দেখতে পারেন।মুভি দেখতে পারেন।বিভিন্ন প্রকারের শিক্ষামুলক অনুষ্ঠান, বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, বাণিজ্য সংবাদ,বৈদেশিক সংবাদ, আবহাওয়ার সংবাদ।
তাছাড়াও কৃষি বিষয়ক সংবাদ, স্বাস্থ্য বিষয়ক টকশো,ইত্যাদি ইত্যাদি
।
বাংলাদেশের প্রতিটা চ্যানেল পেয়ে যাবেন এই ওয়েব সাইটে।
বন্ধুরা এই ওয়েব সাইট ব্যবহার খুবই সহজ।
চলুন ওয়েব সাইটে যাওয়া যাক,,,
প্রথমেই আপনার একটা ইলেকট্রনিক ডিভাইস যেমন: এনড্রয়েড মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে।
দ্বিতীয়ত আপনার ইলেকট্রনিক ডিভাইসে একটা ভালো ব্রাউজার। যেমন: গুগল ক্রোম,অপেরা মিনি,মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার অথবা যেকোনো সাধারণ ব্রাউজার।
তবে ক্রোম ব্রাউজার হলে খুবই ভালো হয়।
পরিশেষে দরকার এমবি অথবা ওয়াই ফাই।
ব্রাউজার ওপেন করে, সেখানে সার্চ বারে ক্লিক করতে হবে।অতপর সার্চ বারে লিখতে হবে jago bd. com
অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।
সার্চ করলে ওয়েব সাইট টি ওপেন হয়ে যাবে।
ওয়েব সাইট টি ওপেন হলে সেখানে টিভি চ্যানেল গুলো ওপেন হবে এবং আপনার পছন্দের চ্যানেল টি দেখতে পারবেন।
তাহলে বন্ধুরা এখন টিভি দেখুন আপনার হাতের মোবাইলে।
কষ্ট করে পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেননা এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।
সমাপ্ত।।।।।।।।।