প্রায় সবাই ইন্টারনেটের মাধ্যমে আয় করতে চায় এবং এটা সত্যি যে আসলেই ইন্টারনেট থেকে আয় করার অনেক উপায় আছে। তবে,তবে আয় করতে হলে নিজের যোগ্যতা অনুযায়ী আয়ের পথ বেছে নিতে হবে।
ফাইল আপলোড করে আয় করা্র কথা আপনি হয়তো শুনে থাকবেন। তবে, এই আয়টা একেবারে যে খুব বেশি এমন নয়, যে আপনি জীবনযাত্রার মান উন্নত করে ফেলবেন। আবার তা একেবারে কমও নয় যে আপনি খুব হতাশ হয়ে পড়বেন কিংবা আপনার কাছে মনে হবে সময়টা নষ্ট হলো শুধু।
যারা এখনো আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন,, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টসহ অন্যান্য কোনও কাজই শিখেননি, তারা সহজেই ফাইল আপলোড করে আয় করতে পারেন। এজন্য কোনো আলাদা স্কিল দরকার হবে না।
আপনি যদি তাদের মতোই একজন হয়ে থাকেন, তবে কিছু । আসুন, সে ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা যাক। যে ওয়েবসাইটগুলোতে আপনি বিভিন্ন ধরণের ফাইল আপলোড করে সহজেই আয় করতে পারবেন।
ফাইল আপলোডিং শুরু করবেন যেভাবে
- প্রথমে আপনাকে নিচের ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। চাইলে আপনি যে কোনো একটিতে অ্যাকাউন্ট খুলেও কাজ করে পারেন।
- এরপর আপনার কাজ হবে সেখানে ফাইল আপলোড করা আর আয় করা।
যে ধরণের ফাইল আপলোড করতে পারবেন
- PDF file
- ZIP file
- APK file
- EXE file
- যে কোন ফরমেটের MUSIC file
- যে কোন ফরমেটের VIDEO file
ফাইল আপলোড থেকে যেভাবে আয় হয়
- আপনি যে ফাইলটি আপলোড করবেন সেই ফাইলটি যখন কেউ ডাউনলোড করবে তখন আপনার আয় হবে।
আমাকে টাকা দেবে কে ?
- যে ওয়েবসাইটে আপনি ফাইল আপলোড করবেন সেই ওয়েবসাইট আপনাকে টাকা দেবে।
ওয়েবসাইটগুলো কোথা থেকে আয় করে আমাকে টাকা দেবে?
- অ্যাডসেন্স
- অ্যাডভার্টাইজিং
- এফিলিয়েট
থেকে যে তাদের যে আয় হবে, সেখান থেকে তারা আপনাকে টাকা দেবে।
টাকার পরিমাণ কেমন হবে?
এটা নির্ভর করবে আপনি কোনসাইটে আপলোড করবেন সেই সাইটের উপর। সাইট ভেদে টাকার পরিমাণ ভিন্ন হবে।
টাকা তুলবেন কিভাবে?
এটা বিভিন্ন সাইটের পেমেন্ট মেথডের উপর নির্ভর করে। তবে, সাধারণত Paypal, Payza, Payoneer, Bitcoin, Web Money, Skirll ইত্যাদি অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা উত্তোলনের ব্যবস্থা থাকে।
যেসকল ওয়েবসাইটে ফাইল আপলোড করবেন
-
Up-Load – File Sharing Made Easy
- আপনার আপলোড করা ফাইল প্রতিবার ডাউনলোডের জন্য 3$ থেকেসর্বোচ্চ 11$ আয় করতে পারবেন।
- Payment Method: Paypal & Bitcoin
- Withdraw এর জন্য মিনিমাম ব্যালান্স: $5
- Daily Uplaod Search
- আপনার আপলোড করা ফাইল প্রতিবার ডাউনলোডের জন্য 5$ থেকেসর্বোচ্চ 16$ আয় করতে পারবেন।
- Payment Method: PayPal, Skrill, Webmoney, Payza.
- Withdraw এর জন্য মিনিমাম ব্যালান্স: $25
- Payment time: Payment Request দেয়ার ৭ দিনের মধ্যে
- Upload Buzz
- আপনার আপলোড করা ফাইল প্রতিবার ডাউনলোডের জন্য 5$ থেকেসর্বোচ্চ 25$ আয় করতে পারবেন।
- Payment Method: PayPal, Payoneer and Web Money, etc.
- Withdraw এর জন্য মিনিমাম ব্যালান্স:$1 (Paypal), $10 (Payoneer), $15 (Web money)
- Payment time: Payment Request দেয়ার ৭ দিনের মধ্যে
শেষ কিছু কথা….
ফাইল আপলোড করে আয় করা যায় এ-রকম ৩টি website শেয়ার করলাম। আশা করি, এসকল ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি ফাইল আপলোড করে টাকা আয় করতে পারবেন অন্য কোনো দক্ষতা ছাড়াই। তাহলে, আর দেরি না করে এক্ষুণি আপনার পছন্দের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ফেলুন আর ফাইল আপলোড করা শুরু করুা এবং আয় করা শুরু করে দিন।