হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখানে নতুন একাউন্ট করেছি। তিন দিন হল কোন পোস্ট লিখিনি আজকে প্রথম লিখতেছি। আমি আমার বাস্তব জীবনে একটি ঘটনা এখানে তুলে ধরব। আশা করি আপনারা সবাই পুরোটা পড়বেন।মানবজীবন যে কখন কিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তা কখনও বলা যায়না। আমি আমার নিজের জীবনটাকে ভাবতে পারছিনা। সর্বদা অন্য একটা চিন্তা আমার মাথায় সর্বক্ষণ খেলা করে। ছোটবেলায় আমার এক প্রতিবেশী ইয়ার্কি করে আমাকে জিজ্ঞাসা করেছিল! তুমি কাকে বিয়ে করবে? তখন আমি প্রায় খুব ছোট বিয়ে বিষয়টা তখন আমি ভালো করে জানতাম না। বুঝতাম না বিয়ে জিনিসটা কি!!! আমি ভুল করেই আমার চাইতে ছোট প্রায় আমার সমবয়সী একটা মেয়ের নাম বলে দিয়েছিলাম।জানিনা সে ভুলটা আবার আমার সারা জীবনের ভুল হয়ে যাবে কিনা?!!! মেয়েটার নামের প্রথম অক্ষর টা এস দিয়ে। মেয়েটার নাম আমি কখনো কোথাও লিখিনি তাই আজও এখানে লিখবো না আর ভবিষ্যতেও হয়তো লেখা হবে কিনা আমার জানা নেই!!! তবে একটা ছদ্মনাম আমি এখানে ব্যবহার করব। তার নাম দিলাম পদ্মা রাগিনী। জানিনা সে দেখতে এমন কিনা তবে আমার তাকে দেখে এমনটাই মনে হয়।জানিনা সে দেখতে রাগিনী মত কিনা। তবে এটুকু জানি যে তার রূপের মায়া কখনো আমাকে আকৃষ্ট করে না। আমি তাকে কতবার দেখেছি তা আমি নিজেও জানিনা। তবে মাত্র দিবা তাকে দেখে তার চেহারার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তা বাদে আমি যদি তাকে মোট 500 বার দেখে থাকি তবে তা 498 বারই আমাকে আকৃষ্ট করতে পারে না!!! এককথায় তার চেহারা আমাকে মাত্র জীবনে ২ বার ভালো লেগেছিল। কিন্তু সেই ছোট্ট বেলায় তার নাম ভুল করেই বলে ফেলেছিলাম।আজও সেই ভুলের মায়া কাটিয়ে উঠতে পারেনি। তার প্রত্যেকটা গুণই আমাকে আকর্ষণ করে। আমি আমার জীবন সঙ্গী নেই যে গুণগুলো চাই তার প্রত্যেকটা গুলোই তার মাঝে রয়েছে!!! সেই গুণবতী গুনে মায়ায় যেন আমি জড়িয়ে আছি সারাক্ষণ। আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি!!! পদ্মা রাগিনী চেহারা কিন্তু মোটেও খারাপ না সে দেখতে অনেক সুন্দর। পাতলা লম্বা অনেক সুদর্শন চেহারার অধিকারী সে। তার চেহারার গঠন আমার অনেক ভালো লাগে যে চেহারা আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি। সে আমার আম্মুর অনেক পছন্দের মেয়ে। আমার আম্মুর চোখেও সে অনেক সুন্দর।আমার লিখা এ প্রেক্ষাপট অনেকটা বাকি অংশ পরবর্তী পোষ্টে লিখব। আমি এত কষ্ট করে লিখলাম আর আপনিও আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এতক্ষণ যেহেতু ধর্য নিয়ে পড়ে আসলেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন তাহলে আমার লিখা এবং আপনার পড়ার সার্থকতা পূর্ণ হবে। বর্তমান সময়ে জরুরী প্রযোজন ছাড়া বাইরে যাবেন না। নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন।
ডিপ্রেশন আর কষ্টের কাহিনী
ডিপ্রেশন এটা একটা বড় ধরনের সমস্যা। এটা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে যেমনটা আমার জীবন কেউ দিয়েছিল ডিপ্রেশনের কারণেই...