★ভালো লাগা আর ভালোবাসা এই দুইটা জিনিস কখনো এক হতে পারে না।ভালোবাসা বলতে আমরা যখন কারো প্রতি খুব বেশি আসক্তি হয়ে পরি,তখন সেটাকে ভালোবাসা বলে।আর ভালো লাগা যখন আমরা অল্প কিছুক্ষনের জন্য কারো প্রতি আসক্তি হই,ক্ষনে ক্ষনে নিজের অনুভূতি আসক্তি গুলো বদলাতে থাকে,তখন সেটাকে ভালো লাগা বলে।
শারীরিক চাহিদাতে কখনো ভালোবাসা থাকে না।শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো,তাহলে পৃথিবীর প্রত্যেকটা পতিতালয়কে ভালোবাসার কেন্দ্র বিন্দু বলা হতো।যদি প্রেমিকার স্তনের স্পর্শে ভালোবাসা লুকানো থাকতো,তাহলে প্রত্যেকটা বেশ্যাই প্রেমিকার মর্যাদা পেতো।প্রেমিকের দেহের স্পর্শে কখনো ভালোবাসা লুকিয়ে থাকে না।ভালোবাসা লুকিয়ে থাকে প্রেমিকের ঔ মায়া ভরা চাহনিতে।
রাত জেগে কথা বলাকে ভালোবাসা বলে না।বরং শরীর অসুস্থ হয়ে যাবে বলে প্রেমিকাকে ঘুমিয়ে যেতে বলাকে ভালোবাসা বলে।প্রেমিকের সাথে রাগ করে কথা না বলাকে ভালোবাসা বলে না,বরং রাগ করে বার বার সরি বলাকে ভালোবাসা বলে।সরি তো সেই আগে বলে,যার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি।কারো একটা ছোট মেসেজের অপেক্ষায়,যখন আপনার মনটা ওথাল,পাতাল করতে থাকবে,তখন মনে করবেন আপনি সত্যিই ওকে ভালোবাসেন।যখন আপনি তার সাথে ঝগড়া করে নিজেই কেঁদে দিবেন,তখন বুঝবেন আপনি তাকে সত্যিই ভালোবাসেন।
যখন আপনি তার না বলা কথা গুলো খুব সহজেই বুঝে যাবেন,তখন বুঝবেন আপনি তাকে সত্যিই খুব ভালোবাসেন।ভালোবাসতে হলে কখনো কাছে আসতে হয় না, প্রেমিকের শরীর স্পর্শ করতে হয় না,সত্যিকারের ভালোবাসা দূর থেকে ও তার ভালোবাসার মানুষটিকে অনুভব করতে পারে।
আপনার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে যদি আপনি সারাক্ষণ ভীত থাকেন,তাহলে বুঝবেন আপনি সত্যিই তাকে অনেক ভালোবাসেন।নিজে না খেয়ে যদি আপনার ভালোবাসার মানুষকে খাওয়াতে ইচ্ছা করে,তাহলে বুঝবেন সত্যিই আপনি তাকে খুব ভালোবাসেন।গ্যালারিতে রাখা হাজারো ছবির মাঝে যখন আপনি আপনার প্রিয় মানুষটার ছবি দেখে,মুখে একচিমটি হাসি ফুটে উঠবে,তখন বুঝবেন সত্যিই আপনি তাকে ভালোবাসেন।সত্যিকারের ভালোবাসা গুলো কখনো মুখে বলে বুঝাতে হয় না,সেটা মনের চোখ দিয়ে বুঝে নিতে হয়।সত্যিকারের ভালোবাসা গুলো নিজেদের মধ্যে নিজেরাই ভালোবাসা লেনদেন করে।তাদের ভালোবাসায় কখনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে না।এরা দূর থেকেই একজন আরেক জনকে পাগলের মতো অনুভব করে যায়।হাজারো ঝগড়া বিবাদ হলে ও এরা কখনো আলাদা হয় না।বরং ছায়ার মতো সারা জীবন একে অপরের পাশে থেকে, দুজন দুজনকে আগলে রাখে।