প্রতিটি মানুষের জীবনে কাজের মূল্যায়নটা খুব বেশি জরুরি। কারণ এইটা তার ফলাফল।এর মাধ্যমে মানুষের মনে উৎসাহ জাগে।নতুন করে কাজ করার প্রেরণা জাগে।সাধারণত আমরা আমাদের দৈনন্দিন কাজের বিনিময়ে কতটুকু ফলাফল পাচ্ছি সেটাকে বলা হয়ে থাকে প্রোডাক্টিভিটি।
মানুষের জীবনে প্রোডাক্টিভিটি খুবই প্রয়োজন। তবে প্রোডাক্টিভিটি অনেকের জীবনে সাফল্যের কারণ হলেও অনেকের জীবনে হতাশার কারণও বটে।আমাকে তার কাজের বিনিময়ে ফলাফল পাচ্ছে তার প্রোডাক্টিভিটি ঠিকঠাক মতো পাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে তা হচ্ছে না দেখে হতাশ হয়ে পড়ছে।
তবে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় তাই নিয়ে আলোচনা করবঃ
১.প্রতিটি কাজের জন্য সেরা সময় নির্বাচন করতে হবেঃ
পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা। সেই সাথে তাদের কাজ করার ধরণ আলাদা। কাজ করার সময়ও আলাদা। কেউ সকালে কাজ করতে পছন্দ করে কেউবা বিকেলে, কেউ দুপুরে কেউবা রাতে।তাই আপনার কাজ করার সঠিক সময় আপনাকে নির্বাচন করতে হবে।
২.কাজের ফলাফল নির্ভর করে কাজ করার ধরণের উপরঃ
মানুষের দৈনন্দিন কাজের উপর তার ফলাফল নির্ভর করে।আপনি কাজ কিভাবে করবেন, কাজের ধরনের উপর আপনার ফলাফল কিংব প্রোডাক্টিভিটি নির্ভর করে। আপনি জানেন কি? মানুষের শতকরা ৮০ ভাগ কাজ করার উপর ২০ ভাগ ফলাফল নির্ভর করে।
৩.ঘুম থেকে উঠেই নেমে পড়ুন কাজেঃ
আজকাল অনেকেই ঘুম থেকে উঠার পরও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।মোবাইল আপনার সময় কিভাবে নষ্ট করছে সেই সম্পর্কে আপনার কোন ধারণাই নেই। ১০ মিনিটের কথা ভেবে আমি বের হচ্ছেন ১ ঘন্টা থেকে।তাহলে নিশ্চই বুঝতে পারছেন।তাই ঘুম থেকে উঠে মোবাইল দেখা নয় নেমে পড়তে হবে আপনার কাজে।
৪.মনোযোগ রাখবেন কাজের উপরঃ
আপনি আপনার কাজ করার সময়ে আপনার মনোযোগ যেন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে সেই দিকে দৃষ্টিপাত আপনাকেই করতে হবে।অনেকেই শুধুমাত্র ১ টা মাত্র নোটিফিকেশন পেলে কাজ বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তাহলে কি করে আশা করেন আপনি আপনার প্রোডাক্টিভিটি ভালো পাবেন।
৫.মনোযোগ রাখুন নির্দিষ্ট কাজেঃ
আজকাল অনেকেই একসাথে অনেক কাজ করতে চায়।এতে সে শুধু নিজের ক্ষতি করছে।কারণ একসাথে অনেক কাজে মনোনিবেশ করলে সাফল্য কখনো পাওয়া সম্ভব নয়। তাই শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজেই আপনাকে এগিয়ে যেতে হবে।
৬.সময় নিয়ে কাজ করুনঃ
আপনি যদি বড় কোন কাজ অল্প সময়ে করার চিন্তা করেন তা কখনোই পারবেন না। তাই আপনি বড় কোন কাজকে ভেঙে ভেঙে অল্প সময়ে করার চেষ্টা করুন। এতে কাজের গতিও বেড়ে যাবে। সময় বাড়তি লাগলেও কাজ শেষ হবে সুক্ষভাবে।
আশা করি আজকের পোস্টটি পড়ে কিভাবে আপনি কাজ করলে প্রোডাক্টিভিটি পাবেন সেটা নিয়ে জানলেন।বড় বড় বিখ্যাত মনীষিরাও নিজের কাজ করেছেন কিছু কিছু নিয়ম মেনেই। আশা করি আপনি বিষয়গুলো অনুসরণ করবেন। সেই সাথে আপনি আরো কিছু প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল পেয়ে যাবেন নিচের লিংকেঃ
লিংকঃhttps:/youtu.be/qCTDd2-KWdM