আমদের যাদের স্মার্টফোন আছে। তাদের প্রতেক এর কোন কোন প্রবলেম ফেস করতে হয়।আমি প্রথমে প্রবলেম গুলি উল্লেক্ষ করব। ১.আমাদের অনেক এর প্রবলেম smart phone hangh, Problem solution:আপনারা প্রতেকেই মোবাইল ব্যবহার করেন।কিন্তু একটি বিষয় খেয়াল করেন না।সেটি মোবাইল এর ভালো রাখতে কি করার প্রয়োজন। আপনাদের প্রতেক এর ফোন একটি option আছে।সেটিং আছে যখন পাওয়ার বাটনে ক্লিক করেন। তখন দুটি option আসে এক (power) দুই? (Restart) আমদের সকলের নিকট এই দুটি বাটন পরিচিত হলেও। এর কাজ ততটা কমন নয় যতটা এই দুটি অপশন। (power) বাটন এর কাজ আমরা সকলেই জানি।কিন্তু (Restart) বাটন কেন দেওয়া হয়েছে।ফোন নির্মান কম্পানির মতে এটি দেওয়া হয়েছে মোবাইল ঠিক ও সাভাবিক ভাবে চালানোর জন্য। আর তাই যখন কোন মোবাইল hangh হয়ে যায় তখন এই (Restart) option টিতে ক্লিক করবেন।আর যদি প্রবলেম এ না পড়তে চান। তাহলে দিনে যখন মোবাইল ব্যবহার করে রেখে দেওয়ার আগে। আবশ্যই এই (Restart) বাটনে ক্লিক করবেন।এতে আপনার মোবাইল ফোন এর সকল কিছু নরমাল হয়ে যাবে।এতে আপনি ভালো ভাবে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন। ২. battery dowon এই প্রবলেম কম বেশি সকল ইউজারদের হয়ে থাকে।problem solution:আর এই প্রবলেম থেকে মুক্তি পেতে কিছু টিপস মেনে চলুন।১.কখনোও চার্জ দিয়ে মোবাইল ব্যবহার করবেন না।২.মোবাইল চার্জ ৫% হওয়ার পর চার্জ দিন। ৩.দিনে অন্তত একবার Restart দিন।এই টিপ্স মেনে চলুন এতে স্মার্টফোন আপনি সাচ্ছন্দ্য মত ব্যবহার করতে পারবেন।battery down এই প্রবলেম আর দেখা যাবে না।আর মোবাইল সাভাবিক ভাবে চলবে।আর একদম সাভাবিক ভাবে স্মার্টফোন ইউজ করতে পারবেন। ৩.মোবাইল ইন্টারনেট স্লো হয়ে যাওয়া।problem solution: এই প্রবলেম আমাদের মোবাইল কিছুটা পুরাতন হয়ে যাওয়ার পর আমাদের এই প্রবলেম দেখা দেয়।আর এটি সাভাবিক। তবে এর সমাধানোও আতি সহজ। আপনি নিজের মোবাইল কোন antivirus app and battery saver এসব কোন app রাখবেন না।কারন একটি স্মার্ট ফোন এ সকল কিছু দিয়ে পরিক্ষা করে বাজার দেওয়া হয়।আর এই সব app এর কারনে মোবাইল ইন্টারনেট স্লো হয়ে যায়।তাই এসব থেকে বিরত থাকবেন। এতে ইন্টারনেট স্পিট স্লো হবে না।আর আজকে যে ট্রিকস গুলি শেয়ার করলাম। সেগুলো মেনে চলুন।দেখবেন স্মার্টফোন প্রবলেম আর থাকবে না।
এবার ভিডিও গানকে অডিও গানে পরিণত করুন মাএ একটি এ্যাপ দিয়ে
হেলো বন্ধুরা সবাইকে গ্রাথরের এই পোস্টে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন না ভালো থাকার কোনো কারণই নেই যারা গ্রাথরের...