আসসালামুআলাইকুম।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব।সামাজিক পরিবেশে মানুষ খাপ খাইয়ে চলতে সক্ষম।সমাজ জীবনে যখন একজন মানুষ তার জীবনের চলার পথটাকে সহজ করতে চায় তখন তার জীবনের গতিটাও যেন বাড়তে থাকে। এর সাথে সাথে বাড়তে থাকে জীবন অতিবাহিত করার চিন্তা।
একটি সমাজে মানুষকে বসবাস করতে হলে সেই সমাজের নিয়ম কানুন মেনে চলতে হয়। সমাজ ব্যবস্থার বিভিন্ন ধরনের কর্মকান্ডগুলো বিভিন্ন ভাবে সংঘটিত হয়ে থাকে যার দরুন সমাজের বড় বড় মানুষদের সমন্বয়ে এটি পরিচালিত হয়ে থাকে। অনেকসময় পরিচালনার ভার সমাজের দায়িত্ব প্রাপ্ত মানুষের কাছে দেওয়া হয় যাতে সে তার মতানুযায়ী সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে।
প্রত্যেকটা মানুষ একে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ভালোবাসার মধ্যে দিয়ে দিন পার করে। সমাজ ব্যবস্থার এটি একটি অন্যতম ভালো দিক।
এখনকার বর্তমান সমাজে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে চলাফেরা করতে দেখা যায় স্বাধীন মতো। প্রাচীনকালের সামাজিক ব্যবস্থা ছিল একটু ভিন্ন। বর্তমান অবস্থায় মানুষ সামাজিক কর্মকাণ্ডের অপব্যবহার কাজে লাগিয়ে অনেক ধরনের অন্যায় কাজ করতে দেখা যায় যেটা কিনা আজকের আধুনিক জগতের ফলস্বরুপ।
আজ যদি আমরা বহির্বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই তাহলে এটাই আমরা দেখতে পাই যে সামাজিকতার অপব্যবহার। কেউ সামাজিকতাকে কাজে লাগিয়ে ধর্মের নামে উশৃংখল সৃষ্টি করছে আবার কেউ বা ধর্মের নামে যা ইচ্ছা তাই করতেছে। এখানে একটি কথা জেনে রাখা ভালো যে ধর্মই সঠিক সামাজিকতাকে খুঁজে দিতে সক্ষম আর প্রকৃতপক্ষে সেই ধর্মটাকেই প্রাধান্য দিতে হবে যেটা কিনা নিজের মনের বস্তু হয়ে এক কোনায় চুপিচুপি বসে আছে। সেই সত্যি সঠিক বস্তুটাকে আমাদের খুঁজে বের করতে হবে।
জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটি করে নিয়ম রয়েছে যার মাধ্যমে আমাদের চলাফেরা। যেমন, রাস্তায় হাঁটতে গেলে রাস্তার নিয়ম মেনে চলতে হয় ঠিক তেমনি মানুষের সাথে কথা বলতে গেলেও সঠিক ও সুন্দরভাবে কথা বলাটাও জানতে হয়।এটাই সামাজিকতা,এটাই সৌন্দর্য এবং এটাই নৈতিকতা।এগুলোকে বর্তমানে অন্য রকম ভাবে দেখা যায় যার কারণে সমাজের অনেক কিছু অনেকভাবে বদলে যাচ্ছে,অচিরেই বদলে যাওয়ার সম্ভাবনা গড়ে উঠছে। তাই সব বিষয়ের ক্ষেত্রে পরিশেষে এটাই বলা যাবে, প্রত্যেকটা জীবনের যুদ্ধ সামাজিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং,সামাজিকতাকে জীবনের একটি পর্যায়ের উল্লেখযোগ্য বন্ধু হিসেবে গ্রহণ করা প্রত্যেকের দায়িত্ব। যার মাধ্যমে খাপ খাইয়ে চলা যেমন সহজ হবে সমাজের সঠিক কার্যক্রম তেমনভাবে সহজতর হবে।