আসসালামুয়ালাইকুম ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো এবং অনেক সুস্থ্য আছেন। আপনারা সুস্থ্য থাকলেই আমরা আপনাদের জন্য নতুন নতুন পোষ্ট লিখে আনতে পারবো। আর আপুনারা আমাদের পোষ্ট গুলো পড়ে অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বলে আজকের পোষ্ট টি লেখা শুরু করা যাক।
আজকে আমাদের বিষয় হচ্ছেঃ কিভাবে ফ্রিলান্সিং করে টাকা বা অর্থ উপার্জন করা যায়?
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিলান্সিং।যার মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন দেশের কাজ করে টাকা আয় করা ।
বন্ধুরা সবার আগে আমাদের জানতে হবে ফ্রিলানসিং টা আসলে কি? আর বর্তমান সময়ের মানুষ কেন এই পেশা বেছে নেয়।
ফ্রিলানসিং জানার আগে আমাদের একটু আউটসোসিং সম্পর্কে জানতে হবে।
আউটসোসিং হলোঃ- বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত নিজস্ব কর্মী নিয়োগ না করে বাইরের যে-কোন দেশের নাগরিক দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আউটসোসিং বলে। এর ফলে প্রতিষ্ঠানটি কম কম ব্যয়ে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে পারে ।
আর এ- ধরনের কাজ যারা করে তাদের কে ফ্রিলান্সার বলে। আর যারা এসব পেশা যারা কাজ করে তাদের ফ্রিলানসিং বলে।
ফ্রিলনসিং কাজ করার আগে আপনার অনেক দক্ষতার দরকার হবে। কারণ এই সেক্টরে যারা কাজ করে তাদের অনেক পরিশ্রম করতে হয়। এখানে কাজ করার আগে আপনাকে অনেক শিখতে হবে জানতে হবে চর্চা করতে হবে। তারপর ধৈর্য ধারণ করতে হবে। তারপর আপনি এই সেকটরে আসতে পারেন।
আপনি কোন কোন বিষয়ের উপর ফ্রলান্সিং কাজ করতে পারবেন।
আপনি সাধারণত আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরীতে কাজ করতে পারেন ।
তবে কিছু কিছু ক্যাটাগরি আছে যার মাধ্যমে কাজ করা যায়।
যেমনঃ-
*ওয়েব-ডেভেলপার
*গ্রাফিক ডিজাইনার
*লোগো ডিজাইনার
*এপ্লিকেশন ডেভেলপার
*গেম ডেভেলপার
*ডিজিটাল মারকেটার
*ভিডিও এডিটর
*থ্রি-ডি এনিমেশন
*আরকিটেক্সার
*ফটো এডিটর
*ডাটা এন্ট্রি
*কনটেন্ট রাইটিং
এছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে যার মাধ্যমে ফ্রিলান্সিং করা যায়। আপনি এর মধ্য যে-কোন বিশয়ের উপর কাজ শিখে ভালো মতো চর্চা করে এখানে কাজ করতে আসতে পারেন ।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে।
আমি এখন কোন মার্কেট প্লেস এ যাবো এবং কিভাবে আমি কাজ পাবো এবং কিভাবে আমি সেই কাজ করা টাকা উত্তেলোন করবো।
আপনি অনেক ধরনের মার্কেট প্লেস আপনি কাজ পাবেন যেকাহান থেকে আপনি শুরু করে দিতে পারেন।
কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেস হলোঃ- ফাইভার.কম আপ-ও্যারক.কম ফ্রলান্সিং . কম ছাড়াও আপনি মার্কেট প্লেস পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাজে বিড করবেন। তারপর আপনাকে কাজ দেওয়া হবে সেই তাকা আপনি ব্যাংক ট্রান্সফার,পেপাল,পেওনিয়ার, মাস্টার কার্ডের মাধ্যমে উত্তেলন করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।