আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগন,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এখনো করোনামুক্ত আছেন। আলহামদুলিল্লাহ।
আপনি আমি ও আমরা ছোটবেলায় বই পুস্তকে পড়ে ও দাদা দাদীর মুখ থেকে শুনা সেই মিথ্যাবাদী রাখালের করুণ পরিণতির কথা সবাই কম বেশী জানি। আর চলমান করোনা পরিস্থিতিতে ঘোষিত ও অঘোষিত লকডাউনতো আমরা স্বচক্ষেই দেখছি। আমি আজ লকডাউন সম্পর্কে যুক্তিশীল দুই একটি কথা লিখছি।
আপনারা জানেন, গত ৮ মার্চ আমাদের দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার দরুন বিগত ২৫ শে মার্চ থেকে সারা দেশে লকডাউন শুরু হয়েছে। প্রায় দুই মাস একটানা (ঘোষিত ও অঘোষিত) লকডাউন চললেও কার্যত এখনো লক ডাউন পুরো পুরি মানছে না কেউই।
এই লকডাউন না মানার জন্য দায়ী কে?
আমি? আপনি? না আমরা সবাই? না কি সরকার?
জানি উত্তর এককভাবে আসবেনা। কারন, আসল দায়ীটা হলো আমাদের চরম দারিদ্রতা, জীবন ও জীবিকা।
একদিকে আমরা দেখছি করোনার রোগীর সংখ্যা প্রতিনিয়ত হু হু করে বাড়ছে, আবার সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। তারপর আমরা থামছিনা। পাত্তাও দিচ্ছিনা করোনাকে।
আর অন্য দিকের চিত্রটা আরও ভয়াবহ। খুলে দেয়া হচ্ছে গার্মেন্টস, শিল্পকারখান, দোকানপাট, মার্কেটসহ শপিংমলগুলো।
হ্যাঁ, দরকার আছে। তবে তা ১০০% স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। কিন্তু আফসোস…..
আবার, ফলাও করে প্রচার করা হচ্ছে লক্ষ কোটি টাকা প্রনোদনার কথা। কিন্তু মানুষের দুর্ভোগ কমছেই না, জনগন ত্রাণ পাচ্ছেনা। চুরির পর চুরি হয়ে যাচ্ছে সবকিছু। দেশটা যেন ঘোর অমানিশায় আচ্ছন্ন।
তাই জীবন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষগুলো পথে নামতে বাধ্য হচ্ছে। অপরদিকে কিছু গরীব ঠকানো লোক রংচটা শাড়ী দুতি পড়ে আলো ছড়াচ্ছে শপিংমলগুলোতে। কি উপহাস! দুটোই করোনাকালে ভীষণ বিপদ জনক। মন্ত্রী সাহেবের কথা ধরে বলতে হয়, করোনা কাউকে করুনা করবেনা।
চলতি ঈদ কেনাকাটায় উৎসুক জনতার ভিড় দেখে মনে হচ্ছে শপিংমলগুলোতে করোনা ছড়ানো হচ্ছে। কয়েক দিনের মধ্যে করোনা ভাইরাসের ভয়ংকর এক পরিস্থিতির দিকে ধাবিত হতে যাচ্ছে।
***আল্লাহ রহম কর, মাফ কর আমাদের***
এই মুহুর্তে জনতাকে লকডাউন করতে না পারলে তার চরম মূল্য দিতে হবে আমাদের। কর্তৃপক্ষের উচিত এই ঈদে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ অবস্থান ত্যাগ না করতে বাধ্য করা।
সর্বোপরি, সচেতন হতে আমাদেরই। আমি না মানলে কেউ আমাকে মানাতে পারবেনা। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। সামজিক দুরত্ব মেনে চলুন। বিশেষ প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক, গ্লাভস পরিধান করুন। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে।
আল্লাহ হাফেজ….