আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনার, আশাকরি অনেক বেশিই ভালোই আছেন।
আজকের ব্লগে আপনাদের সাথে কথা বলব বাংলাদেশ থেকে আপনারা কি করে Pay Pal একাউন্ট খুলতে পারবেন।
পে পাল বিশ্বব্যাপী মোবাইল ব্যাংকিং সিস্টেম।পে পাল একাউন্ট থাকলে আমরা চাইলেই কয়েক ডলার ইনকাম করে নিজের পে পাল একাউন্টে রাখতে পারি।এমনকি এই ডলার থেকে আমরা যে কোনো কিছু কেনাকাটা মোবাইল রিচার্জ করতে পারি।চলুন দেখা যাক কিভাবে পে পাল একাউন্ট বাংলাদেশ থেকে বানানো যায়।
অনেকেই নিশ্চয়ই জানেন,বাংলাদেশ থেকে পে পাল একাউন্ট করা সম্ভব নয়।কিন্তু আমি আপনাদের দেখাব বাংলাদেশ থেকে কিভাবে একটি Verified একাউন্ট খুলতে পারবেন।আসুন শুরু করি :
- প্রথমেই আপনাদের https://www.paypal.com/cy/merchantsignup/create এই লিংকে ক্লিক করতে হবে। তারপর একটি ইন্টারফেস আসবে।শুরুতে country Cyprus রাখতে হবে।
- সেখানে প্রথমে Email দিতে বলা হবে।যথারীতি আপনার ই মেইল দিয়ে দিবেন।তারপর পাসওয়ার্ড ঠিক করতে বলবে।একটি Strong পাসওয়ার্ড দিতে হবে।যেমনঃ@gHikko3477##.
- বলে রাখা ভালো এটি একটি Busyness Account হবে।কেননা বাংলাদেশ থেকে পারসোনাল একাউন্ট বানানো সম্ভব না।
- পরবর্তী ধাপে আপনার লিগাল প্রথম নাম দিতে বলছে তারপরে ২য় লিগাল নাম দিতে বলছে,এখানে আপনি আপনার নিজের নাম দিবেন।
- তারপর এড্রেস দিতে বলবে আপনি নিজের এড্রেস যেভাবে মনে হয় দিয়ে দিয়ে Postal Code ১২৩০ দিবেন,এড্রেস অবশ্যই বাংলাদেশের দিতে হবে। তারপরে মোবাইল নম্বর দিতে বললে মোবাইল নম্বর এর পাশে BD +880 সিলেক্ট করে নিজ ফোন নম্বর দিবেন।তারপর একদম নিচের Currency USD সিলেক্ট করবেন।এরপর Next দিবেন
- তারপরে ইন্টারফেসে What type of Business এ Corporation সিলেক্ট করবেন
- এরপরের ধাপে Advertising Services সিলেক্ট করবেন।পরবর্তীতে Website URL দিবেন www.grathor.com যদি এতে ভুল হয় তাহলে earningtutorialbdt.blogspot.com দিলেও হবে।
- country Cyprus দিবেন।তারপর Continue
- এরপরের ধাপে নিজের জন্ম তারিখ দিবেন।
- Nationality দিবেন Bangladesh.
- তারপর Home Address এর সাথে t
- এরপরের ইন্টারফেস আগের মতো করে পূরণ করে Next এ ক্লিক করতে থাকুন,বাহ একটু পরে Set up payment অপশন আসলে এতে ক্লিক করুন
- তারপর email box এ গিয়ে আপনার pay pal email confirm করুন। হয়ে গেল আপনার পে পাল একাউন্ট।এবার লগ ইন করুন।
আজ এতটুকুই,এ সম্পর্কে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন।আমি সাদরে উত্তর দিব,নতুন লেখক তো তাই সাপোর্ট দরকার।আর অবশ্যই সেয়ার করবে।
ধন্যবাদ,আবারো দেখা হবে।ভালো থেকো,সুস্থ থেকো😍😍 । আমি প্রায়শ ব্লগ নিয়ে আসব,ধন্যবাদ।