হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পৃথিবীর এমন কিছু আজব ঘটনা যার ব্যাখ্যা আজোপর্যন্ত কোনো বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারেনি পর্ব ২। বন্ধুরা ১ম পর্বে আমরা বলেছিলাম ‘ব্লু লাভা, রম এন্ড আর্ভ রিভার্স ও রিঙ্গিং রক্স এর ব্যাপারে। এবং আজ আমি আপনাদের সাথে এরকমই আরো কিছু ঘটনা নিয়ে আসলাম। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তেথাকুন।
১. আইস অফ এলডিস
আমরা অনেক সময় অনেক আকৃতির বরফ দেখতে পাই। এবং বরফের ভিন্ন ভিন্ন আকৃতি দেখা এখন আমাদের কাছে এটা অনেক সাধারণ একটি ব্যাপার। কিন্তু আপনারা যদি এলডিস এর বরফের পাহাড় দেখেন তাহলে আপনাদের অবাক হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। করন এমন আকৃতির বরফ আপনি আগে কোথাও দেখেননি। বরফের এরুপ আকৃতিকে পেনিটেন্ট বলা হয়ে থাকে। এখানের বরফগুলো পাতলা, লম্বা ও ব্লেডের মতো ধারালো হয়ে থাকে। কিন্তু কিভাবে এই বরফের টুকরো গুলো এভাবে ছরিয়ে রয়েছে। এই বরফগুলোর উচ্চতা ৬ থেকে ৭ ফুটের ভেতভরে হয়। বিজ্ঞানীরা ঠিক এমনই পেনিটেন্ট বরফের অস্তিত্ব খুঁজে পেয়েছে বৃহস্পতি গ্রহের এক উপগ্রহে। বিজ্ঞানীদের ধারণা করছেন যে এই স্থানে সূর্যের আলো এমন ভাবে পরে যে বরফের এই পাহাড় গলে গিয়ে বরফের এমন আকৃতি গঠন করে। এই প্রসেসকে সাম্লিমেসন বলা হয়ে থাকে। কিন্তু আজো বিজ্ঞানীদের কাছে এই ঘটনা এখনো একটা রহস্যময় ঘটনা।
২. রেইনবো মাউন্টেন
এই অসাধারণ সুন্দর বালুর পাহাড়টি পেরুতে অবস্থিত। এই পর্বতকে রেইনবো মাউন্টেন বলা হয়ে থাকে। আপনারা যদি এই পর্বতের ছবি প্রথমবারের মতো দেখে থাকলে সত্য নাও লাগতে পারে। আপনার মনে হতে পারে যে এই পর্বতটির ছবি ফটোশপ দিয়ে বানানো। ২৫৫ কিলোমিটার এলাকা জুড়ে এই পর্বত জুড়ে রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এই এলাকায় ঝুলন্ত পাহাড়ও আছে। এটি যেন সৃষ্টির আরো একটি সৌন্দর্য। অনেক দূরদূরান্তে থেকে পর্যটকরা এই পাহাড়ে ঘুরতে আসে
৩. শিলাবৃষ্টি
আমরা অনেক সময় শিলাবৃষ্টি দেখে ইনজয় করে থাকি। কিন্তু ২০০৮ সালে আর্জেন্টিনায় এমন এক শিলাবৃষ্টি হয়েছে যা দেখে সেখানকার লোকেদের মধ্যে ভয়ানক আতঙ্কের সৃষ্টি হয়েছিলো। প্রথমত তারা এই শিলাবৃষ্টি দেখে ইনজয় করছিলো। কিন্তু ধীরে ধীরে শীলার আকার বড় হতে থাকে। এবং প্রতিটি শিলার আঁকার একটি পিংপং বলের সমান হতে থাকে।
আজকের মতো এখানেই সমাপ্তি। আশাকরি আপনাদের আমার আজকের এই আর্টিকেলটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুবান্ধব দের সাথে শেয়ার করতে ভুলবেন না।