কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।সারা বিশ্বের সবথেকে কর্মঠ দেশ হলো জাপান।যেই দেশে মানুষদের মধ্যে কোনো অলসতা নেই।বরং বেশি কাজ করতে তারা আরও ভালোবাসে।এই দেশে কোনো মানুষ যদি কাজের সময়ের ১ মিনিট দেরিতে আসে তাহলে অপরাধ হিসেবে ধরা হয়।কিন্তু এত কাজ করার ফলে তাদের শরীর ভেঙে পরে না।বরং পৃথিবীর অন্যান্য জাতি থেকে তাদের গড় আয়ু বেশি।জাপানের প্রতিটি মানুষের গড় আয়ুকাল ৮৩ বছর।
অনেক গবেষক এই টা নিয়ে গবেষনা করেন।এবং কেন তারা এত কাজ করতে ভালোবাসে তার উত্তর বের করে।তো চলুন তাদের কাজের গোপন রহস্য জানা যাকঃ
তাদের কাজ করার রহস্যটার নাম হচ্ছে ইকিগাই।ইকিগাই এর মাধ্যমে আপনি কোনো কাজকে আর কাজ বকে মনে হবে না।বরং তা খেলাধুলার মতো বিনোদন মনে হবে।এই ইকিগাই এর ফলে কোনো আলস্য থাকবে না।আপনি আরও বেশিক্ষন কাজ করতে চাইবেন।তো এবার এই ইকিগাইটা কিভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক;
ইকিগাই এর কাজ মূলত ৪ টি প্রশ্ন নিজেকে করা।এবং আপনার নিজের মধ্যে থেকে যেই উত্তর আসবে।সেই কাজটি করা।আর সেই কাজটাই জাপানিরা করে থাকে।যার ফলে তাদের কাজ করতে ভালো লাগে এবং আনন্দসহকারে করে থাকে।তো প্রশ্নগুলো জেনে নেওয়া যাকঃ
১.আপনার কোন কাজগুলো করতে বেশি ভালো লাগে?
২.আপনার যেই কাজগুলো করতে ভালোলাগে তার মধ্যে কোন কাজগুলোতে আপনি একটু বেশি দক্ষ?
৩.আপনার যেই কাজগুলো ভালো লাগে তা কি আপনাকে আর্থিক নিশ্চয়তা দিবে?
৪.আপনার যেইকাজগুো করতে ভালো লাগে তা পৃথিবীতে কতটা মূল্য রয়েছে?
এই ৪ টি প্রশ্নের মাধ্যমে যেই উত্তরটি জাপানিজরা পায় তা নিয়ে কাজ করা শুরু করে দেয়।আমি আমার উত্তরটি দিচ্ছি।আপনারা আপনাদের নিজেকে এই প্রশ্নগুলো করুন।
১.আমার ফ্রিল্যান্সিং,ইউটিউবিং,গনিত করতে ভালো লাগে।
২.আমি ফ্রিল্যান্সিং এবং গনিতে একটু বেশি দক্ষ।
৩.ফ্রিল্যান্সিং এর ফলে আর্থিক নিরাপত্তা পাবো।এবং ভবিষ্যতে গনিত নিয়ে শিক্ষক বা বিজ্ঞানী হলে ও ভালো আর্থিক নিরাপত্তা পাবো।
৪.পৃথিবীতে ফ্রিল্যান্সিং এর চাহিদা প্রচুর।এবং তা করে আমি আমার দেশকে পৃথিবীতে তুলে ধরতে পারবো।তাছাড়া গনিতে পড়াশোনা করে ও আমি কিছু ভালো দিক তুলে ধরতে পারবো।
এইগুলা হচ্ছে আমার উত্তর।আপনারা ও নিজেকে এই প্রশ্নগুলো সবাই করবেন।আর যেই উত্তরটা পাবেন তা আপনি ভালোভাবে এবং বেশিক্ষণ করতে চান।কারণ মানুষ ভালোলাগা কাজটাকেই করতে চায়।তাছাড়াও তো আবার আর্থিক নিরাপওা ও দিচ্ছে।এভাবেই জাপানিজরা বেশিক্ষণ কাজ করে।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।