Cheap price backlink from grathor: info@grathor.com

যেকোন চাকরি পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন টেকনিকে মনে রাখার কৌশল।

আসলামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুবই ভালো আছি।

যাই হোক অনেক প্রতিক্ষার পর সপ্নের সাইট Grathor.Com আজ লেখক হতে পেরেছি

তাই আজ আমার অনেক খুশি খুশি লাগচ্ছে!

তাই আপনাদের সাথে আমার এই সাইটে প্রথম পোস্ট করছি।

যেকোন চাকরি পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন টেকনিকে মনে রাখার কৌশল।

টেকনিকে মনে রাখুন ৮ দিয়েঃ

১. বর্তমান বিভাগ ৮ টি।

২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল> ৮নং সেক্টর।

৩. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব> ৮ ফুট।

৪. পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বের মোট>
৮টি দেশ।

৫. সূর্য থেকে পৃথিবীতে আলো
আসতে সময় লাগে> ৮মিনিট ২০সেকেন্ড।

৬. বিশ্ব সাক্ষরতা দিবস> ৮সেপ্টেম্বর।

৭. D-8 এর সদস্য দেশ মোট> ৮টি।

৮. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে
সংবিধানের> ৮নং অনুচ্ছেদে।

৯. মধ্য আমেরিকার দেশ> ৮টি।

১০. ইসলাম কে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়
বাংলাদেশ সংবিধানের> ৮ম সংশোধনীতে।

১১. SAARC এর সদস্য দেশ মোট> ৮টি।

১২. আন্তর্জাতিক নারী দিবস> ৮ মার্চ

১৩. রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে
মোট> ৮টি করে।

১৪. সেন্টমার্টিন দ্বীপের আয়তন> ৮ বর্গ কি
মি.।

১৫. বান কি মুন জাতিসংঘের> ৮ম মহাসচিব।

১৬. MDG (Millennium Development Goal)-এর
মোট লক্ষ্য হচ্ছে> ৮টি।

১৭. বিশ্ব রেডক্রস দিবস> ৮মে।

১৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে> ৮বছর।

১৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ> ৮টি।

২০. মাকড়সার পা মোট> ৮টি।

২২. এক বাইট এর সমান> ৮ বিট।

২৩. অস্থায়ী সরকারের সচিবালয় ছিল> ৮নং
থিয়েটার রোড, কলকাতা।

২৪. বাংলাদেশে মোট সার কারখানা আছে> ৮টি।

২৫.অক্সিজেনের পারমানবিক সংখ্যা> ৮টি

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No