বন্ধুর সাথে অভিমান করে অনেকে কবিতা লিখে কিন্তু আজ আমি আপনাদের কিছু কথা বলবো:
বন্ধুত্বের মূল হল: বিশ্বাস ও ভরসা !
কথাই রয়েছে কাউকে যদি সারা জীবন পেতে চাও তাহলে প্রেম – ভালোবাসা দিয়ে নয়, তাকে বন্ধুত্ব দিয়ে আগলে রাখো । কারণ প্রেম ভালোবাসা একদিন না একদিন হারিয়ে যায় কিন্তু এই বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না।
বন্ধু এমন একটা শব্দ, যার সাথে মিশে আছে অনেক ভালোবাসা , আবেগ, ভরসা। বন্ধু সবার জীবনে একটি অপরিহার্য অংশ, মানুষ নয় প্রাণিকুলের মধ্যেও রয়েছে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ।
আমাদের জীবন চলার পথে সব থেকে স্বাধীন সম্পর্কটা হল বন্ধুর সম্পর্ক । বন্ধুদের সাথে থাকতে আমাদের রাগ অভিমান আঁড়ি সবকিছুই হতে পারে তাই বলে কি একে অন্যের সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে, মোটেই ঠিক না। প্রিয় বন্ধুর সাথে সেই অভিমান বা রাগ ভাঙাতে রইল কতগুলো উপায় :
_পুরনো দিনের স্মৃতিমনে করা_
যদি আপনার বন্ধুর উপরে অনেক বেশি অভিমান হয় বা রাগ হয় আর যদি মনটা খুবই খারাপ থাকে তাহলে একবার অন্তত পুরনো দিনের কথা ভাবুন! আপনার সেই মিষ্টি বন্ধুর সাথে কত সময় কাটিয়েছেন কত একসাথে ঘোরাঘুরি করেছেন, তাহলে দেখবেন এই কথাগুলো চিন্তা-ভাবনা করলে আপনার মনের ভিতরে আপনার সেই বন্ধুর জন্য রাগ একটু হলেও কমবে।
_বন্ধু কে তুচ্ছ বা ছোট না করা_
ঝগড়ার বা রাগের কারণে সেই বন্ধুকে, নিয়ে অন্যদের সামনে কখনো ছোট করবো না তার সম্পর্কে যেন এমন কোন কথা বলবো না যেন অন্যরা এই বিষয় নিয়ে কিছু বলতে পারে। কারণ বন্ধুর অপমান করার অর্থই হলো নিজের অপমান করা।
_অন্যের মাধ্যমে খোঁজ খবর নেওয়া _
ঝগড়া বা অভিমানের কারণে হয়তো বন্ধুর সাথে যোগাযোগ নাও থাকতে পারে, কিন্তু তার খোঁজখবর নেয়ার জন্য তার আশেপাশে নিকটে লোক অথবা তার বন্ধুর সাথে যোগাযোগ বা ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে তারাও বন্ধু হয়ে উঠবে একই সাথে অভিমানি বন্ধুটির খবরাখবর পাওয়া যাবে।
_বন্ধুকে কখনো এড়িয়ে না চলা_
বন্ধুত্ব একটি মধুর সম্পর্ক এই সম্পর্কের ভিতরে এড়িয়ে চলা কোনো মানেই হয় না। যদি এড়িয়ে চলি তাহলে এত সুন্দর একটি চমৎকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সে কেন কথা বলছে না, আমি কেন আগে কথা বলবো, এই বিষয়টি মাথায় কখনোই আনবেন না তাহলে ভেঙে যাবে বন্ধুত্ব । দোষ যারই বেশি হোক না কেন আপনি একটু এগিয়ে কথা বলুন দেখবেন মিল হয়ে যাবে।
_প্রয়োজনে বার্তা পাঠাতে হবে_
আপনার প্রিয় বন্ধুটি যদি আপনার উপরেই অনেক বেশি রেগে থাকে বা যোগাযোগ করছে না তাহলে কি করবেন, আপনি তার কাছে বিভিন্ন মাধ্যমে মেসেজ পাঠাতে পারেন সেটা হোক ফেসবুক, মেসেঞ্জার, ফোন থেকে এসএমএস সেই মেছেজ গুলোতে আপনি লিখতে পারেন তাকে আপনি ভীষণ মিস করছেন, তাকে নিয়েই ভাবছেন দেখবেন আপনার বন্ধুটি এক সময় না এক সময় আপনাকেও বার্তা পাঠাবে সব ভূলে গিয়ে।
_বন্ধুর উপর প্রতিশোধ না নেওয়া_
বন্ধু হল স্বাধীন এবং খোলামেলা সম্পর্কের ভিতরে সর্বশ্রেষ্ঠ। তাই বন্ধুর উপর যতই রাগ হোক না কেন তাকে উপর কখনো প্রতিশোধ নিতে যাবেন না তার কোনো গোপন তথ্য অথবা কোনো কিছুই নিয়ে কোথাও ফাঁস করবেন না। কারন এটাও এক ধরনের প্রতিশোধ তাই বন্ধুর সাথে হাজারো ঝগড়া বা অভিমান হলেও তার কোনো গোপন তথ্য ফাঁস অথবা প্রতিশোধ নিতে যাবেন না।
বন্ধু হলো সেই সম্পর্ক যেই সম্পর্ক কোন কথা বলতে গিয়ে লজ্জাবোধ করা হয় না, দ্বিধা করা হয় না, বলতে গেলে বন্ধুত্ব সম্পর্কটা একটু হাত আর চোখের মতই কারণ যদি হাতে ব্যথা লাগে তাহলে চোখ থেকে পানি ঝরে আর সেই চোখের পানি মুছার জন্য প্রয়োজন হয় হাত সুতরাং বন্ধু সম্পর্কটা এমন হওয়া উচিত একজনের জন্য আরেকজন তাই চিরকালই অটুট থাকুক বন্ধুত্বের এই ভালোবাসা।
খোদা হাফেজ !