তাহলে কেমন আছেন আপনারা। আজকে আমি কথা বলব রাঙ্গামাটি কাপ্তাই অঞ্চল নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সুপেয় জলের বৃহত্তম কৃত্রিম হৃদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলায়। যার আয়তন 663 বর্গ কিলোমিটার। এটি জেলা সদরসহ কাপ্তাই, লঙ্গদু, নানিয়ারচর ,বাঘাইছড়ি, বড়কল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলা পর্যন্ত বিস্তৃত। জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 1962 সালে এই হৃদ সৃষ্টি করা হয়। 1956 সালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে তৎকালীন সরকার কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। ইন্টার্নেশনাল ইঞ্জিনীরিং কম্পানি এবং ইউ তা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট প্রায় 2198.35 ফুট দীর্ঘ ও 179.46ফুট উচ্চতার নির্মাণ করলে এটি ইংরেজি বর্ণমালা এইচ অক্ষরের রূপ ধারণ করে বিশাল আয়তনের পরিণত হয়। এই হৃদয়ের গড় গভীরতা 29.52 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 118.11 ফুট।হৃদয়ের পাশে ষোলটি জলকপাট সংযুক্ত করে 750 ফুট দীর্ঘ জল নির্গমন পথ রাখা হয়েছে। যে পথ দিয়ে প্রতি সেকেন্ডে 5 লাখ 25 হাজার কিউসেক জল নির্গমন করতে সক্ষম। সেই শক্তি কাজে লাগিয়ে তৈরি হয় জলবিদ্যুৎ।কাপ্তাই বাঁধের সুবাদে বিশালাকৃতির হৃদ সৃস্টির সুফল ভোগ করছেন ওই অঞ্চলের অধিবাসীরা রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে মূলত এই হৃদ ঘিরে। মানুষের জীবন যাত্রার মান যেমন বেড়েছে তেমনি তৈরি হয়েছে যোগাযোগের সুব্যবস্থা। কাপের ঝুলন্ত ব্রিজ এখন বর্ণ ক্রান্ত নদীতে প্লাবিত হয়েছে। দেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প কাপটাই হাইড্রয়েলেক্ট্রিক বিদ্যুৎ কেন্দ্র কে এইচ পি পি এখন তার সর্বোত্তম অপারেশনের চলছে যা দিনে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। কাঁপতে রীদের জলের স্তর নয় বছরে সর্বোচ্চ স্তরে যাওয়ার কারণে গত মাস থেকে এ প্লানড এ প্লান্ট এর পাঁচটি জেনারেটর পুরোপুরি কাজ করছে।
গত কয়েকদিনের বৃষ্টিপাতের পরে কাপ্তাই হ্রদের পানির স্তর 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়ে ওই এবছরের দ্বিতীয়বারের মতো জেলা নতুন অঞ্চল ডুবেছে রাঙ্গামাটি জেলায় মাত্র 10 থেকে 12 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন এবং বাকি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।কে এইচপিভির বেশিরভাগ জেনারেটর হৃদয় জলে স্থলে পড়ার কারণে অকেজো হয়ে পড়েছিল এই সময়ে বিদ্যুৎ উৎপাদন প্রায় 35 মেগাওয়াট ছিল। পাঁচটি জেনারেটর শুকনো মৌসুমে আবর্তন দ্বারা পরিচালিত হয়েছিল তখন উৎপাদিত বিদ্যুৎ কেবল কাপ্তাই উপজেলা সদরে চাহিদা মেটাতে পারে ।কাপটাই হাইড্রয়েলেক্ট্রিক বার্থডে হৃদয় 10 ফুট গভীরতা পর্যন্ত জল ধারণ করতে সক্ষম।কাপ্তাই রিটটি মাছ উৎপাদনের জন্য একটি ভাল এবং গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে চলছে কাপ্তাই থেকে মাছের বাণিজ্যিক শোষণ 1995 সালে শুরু হয়েছিল। তখন থেকে প্রতিবছর এই রিত্তিকের প্রচুর পরিমাণে মাছ উৎপাদিত হচ্ছে যা মোট অভ্যন্তরীণ জলের ধরার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমার পোস্টটি পছন্দ হলে কমেন্ট করুন এবং আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ।
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
Thik
Okay
Good post
হাজারো বানান ভুল।
Good post
Puspa raj
gd