প্রিয় বন্ধুরা,আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।হ্যা ভাল থাকার ই কথা।কারন,সামনে ঈদুল আযহার মহাউৎসব।মুসলমানের বড় ধর্মীয় অনুষ্ঠান এই ঈদুল আযহা।
এই উৎসবে মুসলমানরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে।
প্রতি বছর ঈদুল আযহার সময়ে দেশের বিভিন্ন স্থান হতে বিক্রেতা রা হাজির হয় দেশের বিভিন্ন হাট গুলোতে।কেউ আসে তার প্রিয় পশুটি বিক্রি করতে আর কেউ সেই পশুটি কিনে নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে কোরবানী করে গরীব দুঃখীদের বিলিয়ে দেয়।
অনেকে শখ করে তার পশুটিকে বিভিন্ন নাম দেয় তেমনি ভাবে চাঁপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার মন্না পাড়া মহল্লার “সাবাব এগ্রো ফার্মের মালিক মেহেদী হাসান নামের এক লোক তার পশুটির নাম দেয় “ডোনাল্ড ট্রাম্প”
১৪ মণ ওজনের এই গরুটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
গনমাধ্যম কে দেয়া এক বিবৃতিতে তিনি জানান ১৪ মাস আগে শিবগঞ্জের তার্ত্তিপুর হাট থেকে ৫৯ হাজার টাকায় হলিষ্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড়টি ৫৯ হাজার টাকায় ক্রয় করেন তিনি।
করোনা পরিস্থিতি না থাকলে আরো ১ লাখ টাকায় বেশিতে বিক্রি করতেন বলে মন্তব্য করেন তিনি।
➤এছাড়াও ৬৫ মণ ওজনের ”বাংলার বস”এর দাম ৫০ লাখ টাকা
এবার কোরবানির ঈদ কে সামনে রেখে বিভিন্ন বাংলার বস,বাংলার সম্রাট নামে গরু পালন করে সাড়া ফেলে দিয়েছেন আরেক ব্যবসায়ী।
প্রতিদিন হাজার হাজার মানুষ ভীর জমাচ্ছে তার বাড়িতে এই ৬৫ মণ ওজনের ষাড়টি দেখতে।
গত ২৫ বছর ধরে মীম ডেইরী ফার্মের নামে দুধ বিক্রি করে আসছেন তিনি।
শখের বসে তিনটি উন্নত জাতের গাভী কিনে নিয়মিত পরিচর্যা ও সুষম খাদ্য,উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সফল হয়েছেন তিনি।
খড়,নেপিয়ার ঘাস,খৈল,ভূষি মিলিয়ে দৈনিক প্রায় ৮০ থেকে ৯৫ কেজি খাবার খাওয়াতেন তিনি।নিজেই প্রশিক্ষণ নিয়েছেন তাই পশুর নিজেই চিকিৎসা দেন।
এ সময় খামারী আসমত আলী বাংলার বস কে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এ যাবৎকালের মধ্যে দেশের মধ্যে সব থেকে বড় ২৬’শ কেজি অর্থাৎ ৬৫ মণ ওজনের গরু এর আগে বাংলাদেশে কখনো হয়নি
সাথে সাথে খামারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন এতবড় সফলতা অর্জন করার ক্ষেত্রে উপজেলা প্রানী সম্পদ মন্ত্রণালয়ের কোন সহযোগিতা পাননি তিনি।
আজ এ পর্যন্ত।পরবর্তীতে আবার নতুন কোন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত সবাই ভাল থাকুন।সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।
Netflix is coming up with a budget of Rs 200 crore Bahubali series!
As is being heard after two films of Bahubali, streaming giant Netflix is going to make a limited series as...