মনে মনের অজান্তে কাউকে প্রিয় মানুষ বানিয়ে ফেলেছেন, কিন্তু তাকে বড্ড বেশি ভালোবাসে সে কথা বলতে পারছেন না যদি তাকে আপনি সত্যি ভালবেসে থাকেন তাহলে যদি বলতে চান আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে আপনার নিজের করে পেতে চান এই কথাটা বলার জন্য সাহস পাচ্ছেন না। অথবা মনে মনে ভাবছেন যদি আমাকে সে উত্তরে না বলে দেয় বাঁশি যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তো আমাকে ফিরিয়ে দিবে তখন কি করব প্রথমত আপনার কাজ হবে সে কি কাউকে ভালোবাসে সেটার খোঁজখবর নেওয়া। সেটার খোঁজ নেওয়ার জন্য আপনাকে তার পিছু পিছু কিছুদিন ফলো করতে হবে। সে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মেলামেশা করছে। এইগুলো প্রয়োজনে তার বান্ধবী বা বন্ধুদের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন সে কাউকে ভালবাসে কিনা তবে সেটা গোপনীয়ভাবে তারপর সবকিছু জেনে বুঝে নিবেন সে যদি কাউকে ভালো নাই বাসো তাহলে চোখ বুঝে তার প্রেমে পড়ে যান।।
পরিচিতি ও ভালোলাগা জানা
আপনি যেই মানুষটা কে ভালোবাসেন হুট করে তাকে কখনো ভালোবাসার কথা বললে সে আপনার কথায় রাজি হবে না। এর জন্য আপনাকে তার সাথে পরিচিত হতে হবে তার একজন বন্ধু হতে হবে। বন্ধু নয় প্রিয় বন্ধু হয়ে উঠতে হবে। সে কি করতে ভালোবাসে কোন কোন জিনিস তার ভালো লাগে সেগুলো আপনি তার সামনে মাঝে মাঝে করে দেখাবেন। তাহলে দেখবেন আপনার প্রতি তার একটা মায়া জন্মে যাবে। আর এরপর থেকে আপনাকে তার ভালো লাগতে শুরু করবে তারপরে আপনি আপনার ভালোবাসার কথা নরমালি বলে দিতে পারেন।। মনে রাখবেন কাউকে ভালোবাসার কথা হুট করে বল আছে তার কাছে বন্ধু হওয়াটাই সবথেকে ভালো কারণ বন্ধু হলে ফ্রি মাইন্ডে সব কথা বলা সম্ভব।।
খোঁজখবর নেওয়া বার্তা পাঠানো !!
যাকে আপনি বেশি ভালোবাসেন তাঁর আপনি সবথেকে বেশি খোঁজখবর নেবেন। সে কোথায় যাচ্ছে কি করছে কেমন আছে কি খেয়েছে ইত্যাদি ইত্যাদি সবই দিয়েছি সব খবরা খবরটা নেবে। তার বাড়ির লোক কেমন আছে তার মা বাবা ভাই বোন কেমন আছে সেটাও শুনতে ভুলবেন না। এর জন্য তাকে মাঝে মাঝে তাকে বার্তা পাঠাতে পারেন। সে কি করতে যেমন সকালে হলে গুড মর্নিং রাত হলে গুড নাইট এমন ধরনের এসএমএস পাঠাবেন আস্তে আস্তে আপনারও দেখবেন রিপ্লাই দিবে তাহলে বুঝবেন যে আপনার প্রতিও তার একটা টান এসে গেছে এভাবে সুযোগ বুঝে তাকে কোনো এক সময় বার্তার মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনি তাকে অনেক ভালোবাসেন।।
আনন্দের মুহূর্তে ভালোবাসার কথা !!
প্রিয় মানুষকে অথবা আপনি যাকে ভালবাসেন তাকে ভালোবাসার কথাটা বলতে হয়। যে কোন একটা ভালো মুহূর্তে অথবা তাকে যখন আপনি হাসিখুশি দেখবেন তখন বলতে পারেন তাহলে সবথেকে রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার প্রিয় মানুষের যদি মন খারাপ থাকে সে যদি আনমনা হয়ে থাকে আপনি হুট করে যদি তাকে বলেন আপনি তাকে ভালবাসেন তাহলে দেখবেন সে কখনই রাজি হবে না। তাই ভাল সময় বলতে তার জন্মদিন, অথবা তার পরীক্ষায় ভালো রেজাল্ট, অথবা সে কোনো একটা জিনিস চাইতো এবং সে এখন সেটা পেয়ে অনেক খুশি আছে তখন আপনি আপনার ভালোবাসার কথা বলে দিতে পারেন। তখন এক কথায় দেখবেন সে রাজি হয়ে যাবে, কাছে গিয়ে যদি মুখে না বলতে পারেন তাহলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন আপনার মনের সেই কথাটি।।