আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নগদ এর চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেক এ জানেন নগদ টাকা রেখে দিলে আমরা কিছু লাভ পাই। এই লাভ টা কিরকম ও কিভাবে হিসাব করা হয় এ নিয়ে আলোচনা করব আজ।
আমরা যখন কম টাকা রাখব আমাদের লাভ ও কম দিবে। কত % মুনাফা দিবে এটা আপনার টাকা এর উপর নির্ভর করে। আমি নিচে একটা চার্ট এর মতো করে দিয়ে এটা বোঝানোর চেস্টা করছি।
০ থেকে ১০০০.৯৯ টাকার জন্য ০.০০%
১০০১ থেকে ৫০০০.৯৯ টাকার জন্য ৫.০%
৫০০১ থেকে ৩০০০০০ টাকার জন্য ৭.৫%
মুল কথা হচ্ছে প্রথম ১ হাজার টাকায় আপনি কোন মুনাফা পাবেন না। আপনি যদি মুনাফা নিতে চান আপনাকে কমপক্ষে ১০০১ টাকা এখানে এক মাসের জন্য রাখতে হবে। তখন আপনি ৫% মুনাফা পাবেন। আর যদি ৫০০১ টাকা বা তার বেশি রাখেন তাহলে ৭% মুনাফা পাবেন।
১) মুনাফা মাসিক ভিত্তিতে বিতরণ করা হবে।
৩)মুনাফা মাসিক ভিত্তিতে দিনের শেষ ব্যালেন্সে গণনা করা হবে।
৪)বাংলাদেশী আইন অনুসারে প্রযোজ্য কর এবং / বা ভ্যাট ছাড়ের পরে লাভ সরাসরি নাগাদ অ্যাকাউন্টে বিতরণ করা হবে।
৫)যদি কোনও গ্রাহক অ্যাকাউন্টের স্থিতি ইস্যুর কারণে মুনাফার বিতরণ ব্যর্থ হয় তবে গ্রাহক সংশ্লিষ্ট মাসের জন্য বিতরণ পাবেন না।
৬)লাভের বিতরণ পেতে, গ্রাহক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে।
নাগাদ এই শর্তাদি এবং শর্তাবলী পরিবর্তন বা সংশোধন করার বা পূর্ববর্তী কোনও বিজ্ঞপ্তি না দিয়ে যে কোনও সময়ে সম্পূর্ণ পণ্য বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
প্রযোজ্য আইন, নিয়ামক নির্দেশিকা এবং / অথবা অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী নাগাদ মুনাফা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
গ্রাহকরা নাগাদের কল সেন্টার নম্বর 16167 এর মাধ্যমে একটি পরিষেবা অনুরোধ সরবরাহ করে মুনাফা পণ্যটি অপ্ট-ইন বা অপ্ট-আউট করতে পারেন।
অনুরোধটি সফলভাবে সম্পাদনের ক্ষেত্রে গ্রাহকগণকে অবহিত করা হবে।
আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করেছি এটা নগদ এর ওয়েবসাইটে দেওয়া আছে।
সাইট লিংকঃ- https://nagad.com.bd/
আপনি চাইলে উক্ত লিংক এ ক্লিক করে ওয়েবসাইট এ গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন।
এটা যেহতু সুদ তাই যারা এটা গ্রহণ করবেন বা ১৬১৬৭ নাম্বারে যোগাযোগ করবেন। আমি মনে করি এই সামান্য টাকা বা বেশি হলেও সুদ না খাওয়া ভালো।
আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। আপনি যদি ১০,০০০ টাকা এখানে রাখেন প্রতি মাসে ২৫ টাকার মতো পাবেন। ধন্যবাদ সবাই কে পোস্ট টি পরার জন্য। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্টে।আল্লাহ হাফেজ