আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় পাঠকগণ ?আশা করি আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি। বন্ধুত্বের বিদায় নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বন্ধত্ব একটি নিঃস্বার্থ সম্পর্কের নাম। একটি ভালোবাসার নাম। এটি এমন একটি সম্পর্ক জীবনের যেকোনো মুহূর্তে আপনাকে একা ছাড়বে না। একজন ভালো বন্ধু জীবনে ছায়ার মতো থাকে। আপনাকে জীবনে সঠিক পথের দিকনির্দেশনা দিয়ে থাকে। আপনার ভালো কাজে যেমন আপনার পাশে থাকে ঠিক তেমনি আপনার মন্দ কাজে আপনাকে দূরে সরিয়ে রাখে।
একটি বটবৃক্ষের মতো বন্ধু দাঁড়িয়ে থাকে আপনার পাশে আপনাকে সঠিক পথের দিকনির্দেশনা দেবার জন্য।
আমি ব্যক্তিগতভাবে অনেক ভাগ্যবতী আমি আমার স্কুল জীবনে এমন কিছু বন্ধুর সাহায্য পেয়েছি। যারা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে ,মায়া মমতা দিয়ে আগলিয়ে রেখেছেন। আমার স্কুল জীবন কেটেছে কুমিল্লার একটি স্কুলে। স্কুলের প্রথম দিন থেকে আমি খুব অসহায় ছিলাম। কারণ আমার তেমন কোনো বন্ধ ছিল না। কাউকে তেমন চিনতাম না। কিন্তু বন্ধুর জন্য আমার সেই অপেক্ষাটি ছিল খুব ক্ষীণ।
কারণ আমার স্কুলে একদিন আমি আমার সেই বন্ধুর দেখা পেয়ে যাই। আমার সেই বন্ধুর নাম মৌসুমী। আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি কাটিয়েছে আমি তার সাথে। একসাথে পড়াশোনা ,একসাথে আড্ডাবাজি,একসাথে ঘুরে বেড়ানো সেই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারবোনা। খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি। দিন ভালোই যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে তাকে অন্য সেকশানে দেওয়া হলো। কিন্তু তাতে আমাদের বন্ধুত্বে ভাঁটা মোটেও পরে নি।
একসাথে হাসি ঠাট্টা এবং আনন্দ করতে করতে কখন যে সময় কেটে যায় তা চিন্তায় করা যায় না। যেহেতু মৌসুমীর বাবার চাকরি ছিল ট্রান্সফারের। তাই সেইজন্য আমাদের বন্ধুত্ব বেশি দীর্ঘস্থায়ী ছিলোনা। কারণ ক্লাস এইটে উঠার পর ওদেরকে চলে যেতে হয়েছিল।হালিমা আমাদের ছেড়ে চলে যেতে হলো। হালিমা যখন স্কুলে ছিল আমার আর কোনো বন্ধু স্কুলে হয়ে উঠেনি। যার ফলে হালিমা চলে যাবার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম। স্কুলে যেতে তেমন মন চাইতো না। কিছুই ভালো লাগতোনা.পড়াশোনায় দিন দিন মনোজোগ হারিয়ে ফেলছিলাম। আমার এই অবস্থান দেখে এক স্যার বলেও উঠলো স্কুল পরিবর্তন করতে। কিন্তু স্কুল পরিবর্তন করা আর হয়ে উঠেনি। সত্যিইকারের বন্ধুত্ব আসলে কোনোদিন ভোলা যায় না।কারণ বন্ধুর বিদায়ে অনেক সময় বন্ধুত্তের বিদায় ঘটে। আমার সাথেও ঠিক তেমনটাই হয়েছে।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এই এইটুকুই।
ঘরে থাকুন
সুস্থ থাকুন