আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েরা ঝরে পড়ে বিভিন্ন পারিবারিক সমস্যার কারনে। অন্যতম কারন হলো অর্থনৈতিক সমস্যা। পরিবার শত কষ্ট করে হলেও ছেলে মেয়েদের এস.এসসি পাশ করানোর চেষ্টা করেন, সমস্যা হয় ভর্তি নিয়ে, আবার অনেকের সংসারের হাল ধরতে হয় িএর পর থেকেই। যেহেতু আমাদের দেশের অধিকাংশ পরিবার দ্ররিদ্র, তাদের একান্ত ইচ্ছে থাকা সত্তেও ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা বা আত্নকর্ম সংস্থান করে দেওয়ার কোন সুয়োগ থাকে না যে কারনে ঝরে যায় অনেক মেধাবী ছাত্রছাত্রী, শুরু হয় বেকার জীবন। আজকরে পোষ্ট আবেদন মুলক তাই আপনাদের মন্তব্য আশা করছি।
সরকার ছাত্রছাত্রীদের জন্য নিশ্চিত ভবিষৎ গঠনের লক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট হওয়ার পর থেকেইেএকটি করে সার্টিফিকেট মুলে ব্যাংক একাউন্ট করার ব্যবস্থা করেন যে, ছাত্র/ছাত্রদের এস.এসসি পাশ করার পরপর ব্যাংক থেকে সহজ শর্তে 10 লক্ষ টাকার একটি সুবিধা পাবে, ছাত্র বা ছাত্রী এই টাকা ব্যাহার করে উচ্চতর শিক্ষার ব্যবস্থা করতে পারবে। অন্তত টাকার অভাবে কারোর মেধা ঝরে যাবে না। আর যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা নিজের চেষ্টায় আত্নকর্মসংস্থান গড়ে তুলতে পারবে এত করে দেশে বেকার বাড়বে না কেহ কারোর উপর নির্ভরশলি হবে না। প্রতিটি ছাত্র/ছাত্রী জানবে তাদের জন্য সরকার ব্যবস্থা করে রেখেছেন ভবিষৎ গঠনের জন্য। আমাদের দেশে অনেক ছেলে মেয়েরা েএকটি সমস্যার কারনে ভাল মেধা থাকা সত্তেও অর্থের অভাবে ঝরে পড়ে। বেকার হয়ে হতাশা জীবন যাপন করে। হয় তো ব্যাংক করার ব্যার্থ চেষ্টা করে জীবনের ভাল দিক গুলো ভুলে যায়, অপরাধের সাথে লিপ্ত হয়। একটি সুস্থ্য ও সুন্দর দেশ গড়ার পেছনে যুবকদের প্রাধান্য দেওয়া যেমন জরুরী ঠিক তেমনী তাদের শিক্ষা ব্যবস্থ্য বা আত্নকর্মসংস্থানের জন্য সহজ শর্তে অর্থের সাপোর্ট করাও জরুরী। সকলের কাছে বিনীত আবেদন উক্ত আবেদন টি যেন আমরা সকলের সাধশ শেয়ার করে আগামী প্রজন্ম কে সহযোগীর জন্য চেষ্টা করি। দিন হউক সুন্দর ধন্যবাদ