আসসালামু আলাইকুম
চুল পড়া চুল পড়া চুল পড়া……
এই একটা সমস্যা য় জর্জরিত হয়ে সবাই উপায় খুজে খুজে হয়রান কি করলে চুল পড়া কমবে চুল হবে মজবুত, লম্বা এবং সিল্কি???
আসুন তবে একটা অসাধারণ উপায় জেনে নেয়া যাক।।
চুল পড়া রোধে এলোভেরা জেল….
এলোভেরা আমাদের অত্যন্ত পরিচিত একটা নাম আর এই এলোভেরা দিয়ে খুব সহজেই চুলের সব সমস্যার সমাধান করা যায়।
এক্ষেত্রে করনীয় বেশি কিছু নয়। একটা এলোভেরা পাতা র ভেতরের জেল টা সপ্তাহে তিন থেকে চার দিন নিয়মিত ব্যবহার করতে পারলেই চুল পড়া এবং রুক্ষ চুলের সমস্যা নিমিষেই দুর হয়ে যাবে।
চুল পড়া রোধে তিসির ব্যবহার…
তিসি এমন একটা বীজ বা শস্য যাতে রয়েছে এন্টি অক্সিডেন্ট,মিনারেলস এবং ওমেগা- ৩ ফ্যাটি এসিড।
চুল পড়া রোধে এটি অত্যন্ত কাকর্যকরি একটা শস্য।
শুধু চুল পড়া রোধে নয় চুলকে করে তোলে মজবুত, লম্বা এবং ঝরঝরে সিলকি।
আসুন জেনে নেই কিভাবে তৈরি করতে হবে তিসির জেল।
১।। এক টেবিল চামচ পরিমান পরিষ্কার তিসি (যেটা বাজারে খুব সহজেই এবং খুব অল্প দামেই পেয়ে যাবেন ) নিতে হবে।
২।। তারপর দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে।
৩।। এখন এই দুই উপাদান কিছুক্ষণ জ্বাল দিতে হবে যতক্ষণ না একটা জেল জেল ভাব আসে কিন্তু বেশি ঘন করা যাবে না জেল টা খুব পাতলা বা খুব ঘন হবে না এমন অবস্থা য় সেটা নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে তিসির জেল।
এবার আসা যাক ব্যাবহার পদ্ধতি তে।।
১।। এটা খুব সহজেই ব্যবহার করা যায় প্রথমে পরিষ্কার চুলে, চুলের গোড়া সহ পুরো চুলে মাখিয়ে নিতে হবে।
২।। তারপর ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।
৩।। তারপর হারবাল শ্যাম্পু বা নরমাল শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে।
ব্যাস এভাবে সপ্তাহে অন্তত তিন দিন করে নিয়মিত ব্যবহার করতে হবে। তাহলে ই চুল হবে মজবুত, লম্বা এবং ঝরঝরে।
কে না চায় বলুন মন মতো সুন্দর চুল তাই এই খুব সামান্য কাজ টি নিয়মিত করে ই চুল পড়া সমস্যা র সমাধান করে নিই চলুন।
আর অবশ্য ই চুল পড়া সমস্যা সম্পুর্ন নির্মুল করতে আপনাকে হতে হবে দুশ্চিন্তামুক্ত।
ধন্যবাদরাতে পর্যাপ্ত ঘুমাবেন,ঘুনানোর সময় চুল হালকা করে বেঁধে নিতে পারেন, প্রতিদিন চুল শ্যাম্পু করা থেকে বিরত থাকুন,সপ্তাহে অন্তত দুই দিন চুলে তেল লাগান, কুসুম গরম তেল নিয়ে মাথার তালুতে হাতের আঙুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করুন। ধন্যবাদ।